‘অভিষেক ড্রাইভিং ফোর্সের নেতা, আর আমি গাইডিং ফোর্সের’, তৃণমূলকে বড় বার্তা জেলবন্দি পার্থর

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সর্বপ্রথম প্রথম সারির নেতাদের মধ্যে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর গড়িয়েছে বহু জল। আজ সোমবার আলিপুর আদালতে তোলা হয়। এ দিন আদালত চত্বরে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তাঁর নতুন কর্মসূচি ‘তৃণমূলে নব জোয়ার’ জন্য শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি নিজেকে ‘গাইডিং ফোর্সের’ নেতা বলেও দাবি করেন।

আগামিকাল থেকেই শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ যাত্রা করতে চলেছেন তিনি। অভিষেকের সেই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য আজ শুভেচ্ছা জানান পার্থ। সঙ্গে এও বলেন, ‘অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা। আমরা গাইডিং ফোর্সের নেতা।’

   

partha abhishek

লউল্লেখযোগ্য বিষয় হল পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আজ দেখা গেল না কোনও আঙটি। আগেরবারের শুনানিতে প্রশ্ন উঠেছিল গহনাগাটি সমেত কীভাবে সংশোধনাগারে রয়েছেন তিনি? প্রশ্ন তুলে প্রভাবশালী তত্ত্বকে আরও উসকে দেন ইডি-র আইনজীবী। তলব করা হয় জেল সুপারকেও। আজ আংটি ছাড়াই দেখা গেল পার্থকে। আজ আদালতে ঢোকার মুখে আঙুল নেড়েচেড়ে দেখিয়ে পার্থ বোঝাতে চাইলেন তিনি আঙটি ঘড়ি খুলে ফেলেছেন। পার্থ এদিন বলেন, ‘ওটা অলঙ্কার ছিল না, ধর্মচারনের অংশ ছিল। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে।’

গত ৩০ মার্চ আদালত চত্বরের বাইরে ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান উঠেছিল। একসময় প্রাক্তন এই মন্ত্রীকেই দেখে উঠত ‘চোর’ স্লোগান। অনেকেই বলছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে সমীকরণ বদলাতে শুরু করছে। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলই করবে তৃণমূল।

পার্থ চট্টোপাধ্যায় এটাই বোঝাতে চেয়েছিলেন, তিনি আজও তৃণমূলেই রয়েছেন। তাই দলের হয়েই সওয়াল করছেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। আর আজ অভিষেককে শুভেচ্ছা বার্তা দেওয়ায় সেই জল্পনাই আরও জোরদার হল বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর