বাংলাহান্ট ডেস্ক : কাকুতি মিনতি করেছেন। চোখের জল ফেলেছেন। তাও মেলেনি জামিন (SSC Scam)। এর উপর আবার তাঁর আমলের মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Ganguly) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। আদালতে কল্যাণময়কে মাথা নীচু করে কথা বলতেও দেখা গিয়েছিল। দু’জনেই এখন রয়েছেন সিবিআই হেফাজতে। রাতে কিছুতেই ঘুম হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এই পরিস্থিতিতে আজ, রবিবার নিজাম প্যালেসেই স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গ্রেফতার করা হয় তিন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসপি সিনহাকে। একাধিক জেরাও করা হয় তিনজনকেই। বাকি দু’জন যদিও বা কিছু বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না বলে অভিযোগ সিবিআই-এর। এসএসসি নিয়োগ কে বা কারা নিয়ন্ত্রণ করত? এই প্রশ্নই করা হয় পার্থকে। এর উত্তরে পার্থ শুধু আকাশের দেখেছেন। তাঁর যেন কিছুই ঠিক মনে পড়ছে না।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, পার্থ বারবার দাবি করছেন, তিনি দুর্নীতি বিষয়ে কিছুই জানতেন না। কমিটি গঠনের ফাইলে তিনি শুধু সই করেছিলেন মাত্র। এরপর সিবিআই আধিকারিকরা জানতে চান, তাহলে জানত কারা? তখন তিনি শুধুমাত্র তাকিয়ে ছিলেন। টাকার লেনদেন থেকে প্রভাবশালী যোগ নিয়ে পার্থ ও কল্যাণময়কে আলাদা আলাদা করে জেরা করেন তদন্তকারীরা। কিন্তু পার্থ নিয়োগ দুর্নীতি নিয়ে সমস্ত অভিযোগই অস্বীকার করেন। সিবিআই-এর দাবি পার্থ তথ্য গোপন করছেন এবং কল্যাণময় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।
সিবিআই বিশেষ সূত্রে জানা যাচ্ছে, নিজাম প্যালেসে সিবিআইয়ের গেস্ট রুমে রাখা হয়েছে পার্থ এবং কল্যাণময়কে। তবে সেখানে তাঁদের মধ্যে দেখা হয়নি। কথাও হয়নি। রাতে ঘুমোতে না পেরে পার্থ একবার বাইরে উঁকি মেরেছিলেন। কিন্তু কড়া প্রহরা দেখে আর সেদিকে পা বাড়াননি। সেখানে কিন্তু নিশ্চিন্তে ঘুম দিয়েছেন কল্যাণময়। ঠিক করে খাবারও খাচ্ছেন। তবে পার্থর নাকি খাওয়া কমে গেছে। ভোরের দিকে কিছুটা ঘুমিয়ে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের সিবিআই হেফাজতেই থাকতে হবে। এমনই নির্দেশ আলিপুর আদালতের।