বাংলা হান্ট ডেস্কঃ তার অনেক পরে গ্রেফতার হয়েও জামিনে আপাতত মুক্ত মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকরা। তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও জেলের বাইরে। এরই মধ্যে প্যানিক অ্যাটাক শুরু হয় পার্থর (Partha Chatterjee)। তারপরই অসম্ভব বুকে ব্যথা। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
সোমবার সন্ধেয় লুঙ্গির উপর পাঞ্জাবি পরে এসএসকেএম এ পৌঁছান পার্থ। তখনও মুখে লাগানো অক্সিজেন নল। মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয় পার্থর। মঙ্গলবার বিকেলের বুলেটিন অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। এখন ভালোই রয়েছে তিনি। উল্লেখ্য, বিগত আড়াই মাস ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন পার্থ।
জেল সূত্রে জানা গিয়েছে, একাধিক সমস্যা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তবে তার নানাবিধ শারীরিক অসুস্থতার একটা বড় কারণ তার খাদ্যাভ্যাস। জেলের মধ্যে থেকেও খাওয়া-দাওয়ায় বাছ-বিচার নেই। জেল কর্মীদের কারও কারও কথায় এই বয়সে এসেও সংযমের অভাব রয়েছে ‘রসিক’ পার্থর।
বরাবরই খাদ্যরসিক পার্থ। জেল সূত্রেই খবর, সুযোগ পেলেই নাকি পার্থ চট্টোপাধ্যায় কুপন দিয়ে জেলের ক্যান্টিন থেকে মাটন, চিংড়ি এসব রিচ খাবার কিনে খান। সপ্তাহে তিন দিন এসব না হলে ভুরিভোজ জমে না পার্থর। পরিবার তরফে জেল ক্যান্টিনের কুপন কেটে দিয়ে যাওয়া যায়। সেই দিয়েই রসিয়ে খান পার্থ।
আরও পড়ুন: আবাসের চূড়ান্ত তালিকায় নাম উঠেও শান্তি নেই! একধাক্কায় বাদ গেল প্রায় আড়াই হাজার নাম
এমনিতেই কোলেস্টরলের সমস্যা রয়েছে পার্থর। ভারী চেহারায় হাঁটাচলার বালাই নেই। সারাদিন রেস্ট নিয়েই কাটিয়ে দিতেন পার্থ (Partha Chatterjee)। জ্যোতিপ্ৰিয় অবশ্য জেলে বেশ সক্রিয় ছিলেন। খেলাধুলোর পাশাপাশি নিয়মিত হাঁটাহাঁটিও করতেন। তবে একেবারে উল্টো ধাঁচের পার্থ। যার জেরে ভুগতেও হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।