বাংলাহান্ট ডেস্ক : সময়ে সব কিছু প্রমাণ হবে। কেউ ছাড় পাবে না। ব্যাঙ্কশাল আদালতের এজলাসে দাঁড়িয়ে হুংকার দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য উস্কে দিয়েছে জল্পনা। কার উদ্দেশে তিনি এমন কথা বললেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করা হয়। প্রথমে অর্পিতা মুখোপাধ্যায়কে এজলাসে পেশ করা হয়। তিনি বেরিয়ে যাওয়ার পর এজলাসে ঢোকেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জামিনের আরজি জানান তাঁর আইনজীবী। সেই সময় বিচারক এজলাসে পার্থকে হাজির করার নির্দেশ দেন। হাতজোড় করে এজলাসে বেশকিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন পার্থ।
এদিন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তোলা হয় আদালতে। আদালতে বিচারকের সামনে যখন পার্থকে নিয়ে আসা হয় তখন তিনি হাতজোড় করে দাঁড়িয়েছিলেন। তারপর বিচারক তাঁকে কোর্ট লকআপের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এজলাস দাঁড়িয়ে বামদিকে মুখ করে মৃদুস্বরে পার্থবাবু ইংরেজিতে বলেন, “এভরিথিং উইল বি প্রুভড ইন টাইম। নো ওয়ান উইল বি স্পেয়ারড।” সব প্রমাণ হবে। কেউ ছাড় পাবে না। এই কথা পার্থ কার উদ্দেশে বললেন তা স্পষ্ট নয়। শুধু একটা লাইন বলেই তিনি মাথা নিচু করে হেঁটে যান লক-আপের দিকে।
স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হচ্ছে, কার বা কাদের উদ্দেশে এমন হুংকার দিলেন বেহালা পশ্চিমের বিধায়ক। দল তাঁকে সাসপেন্ড করেছে। মন্ত্রিসভা থেকেও সরিয়ে দিয়েছে নবান্ন। তাঁকে কেন্দ্র করে যে সব ছবি সামনে এসেছে তা নিয়ে ববি হাকিম সংবাদমাধ্যমে বলেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আমরা লজ্জিত!’
এরমধ্যেই অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। তাঁর পাশে আবার দাঁড়ানোর বার্তা দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে কি পার্থ এদিন দলের সর্বোচ্চ নেতৃত্বের দিকেই হুমকি দিয়ে দিলেন? উঠে আসছে একাধিক জল্পনা।