বাংলা হান্ট ডেস্ক: সারদা মামলার ভোল পাল্টালো এবার, এর আগে বেশ কয়েকজন নেতা মন্ত্রী, অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই মামলায়। এবার সারদাকাণ্ডে তলব করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। আজি তাঁকে ডেকে পাঠালো সিবিআই। জানা গেছে, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ ও অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে তলব করা হয়।
সারদা মামলায় আজ সকালেই সিবিআই তলব করে পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষামন্ত্রীকে আজই হাজিরার জন্য ডাকা হয়। এরপরই বেলা ২টো নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন পার্থ। জানা গেছে, পাঁচ জনের একটি কমিটি জিজ্ঞাসাবাদ করে তৃণমূল মহাসচিব কে। ভিডিও ক্যামেরায় প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই জিজ্ঞাসাবাদ পর্ব রেকর্ড করা হয়।
কিন্তু সিজিও কম্প্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়, প্রশ্নের উত্তরে কিছু বলতে চাননি তিনি। শিক্ষা মন্ত্রী বলেন “ব্যক্তিগতভাবে ডাকলে উত্তর দিতাম। এটা তো ব্যক্তিগতভাবে ডাকা নয়, তাই কিছু বলব না।” তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ ও অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে তলব করা হয়।