বাংলা হান্ট ডেস্কঃ জেলে গিয়েও বিপদ পিছু ছাড়ছেনা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। একের পর এক সমস্যা লেগেই রয়েছে প্রতিনিয়ত। আগেই শোনা গিয়েছিল প্রেসিডেন্সি জেলেরই কিছু সহবন্দি তাকে ‘চোর, চোর’ বলে অনবরত টিপ্পনি কাটত। বর্তমানেও তাতে লাগাম পড়েনি। ‘চোর’ তকমা তো রয়েছেই, উপরন্তু তাকে ‘মোটকা’ দাদা বলেও টিপ্পনি কাটা হচ্ছে বলে অভিযোগ। তাও আবার জেলের ভিতরে ছিঁচকে চোরের কাছ থেকে।
নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রায় ৬ মাস জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে পূর্বে যখন তিনি জেলের বাইরে ছিলেন, স্বাভাবিক জীবন যাপন করতেন তখনও নাকি দলের সদস্যের কাছ থেকেও তাকে ‘মোটা দা’, ‘টেন এক্সেল’ শুনতে হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে, পার্থ বাবুর মানসিক অবস্থা ঠিক নেই বলে একাধিকবার আদালতে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে জেলের ভেতরও এসব টিপ্পনি শুনে রেগে বোম পার্থ চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে, প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) নিজের সেলে বসে যখন তিনি বই ঘাঁটেন বা বিশ্রাম নেন ঠিক তখনই বাইরে থেকে বারবার তাকে ‘মোটু টুকি, মোটকা দা টুকি’ বলে টিপ্পনি করা হচ্ছে। আর তাতেই রেগে কাঁই এককালের হেভিওয়েট দাপিয়ে বেড়ানো তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। শেষমেশ এই উপদ্রব সহ্য করতে না পেরে কারারক্ষী ও জেল কর্তৃপক্ষকেও নালিশ জানান পার্থবাবু। তারপর?
পার্থর অভিযোগ শুনে কারা তাকে অতিষ্ট করছে তা খুঁজতে বেরোয় জেল কর্তৃপক্ষ। তাতেই দোষী সামনে এসেছে। জানা গিয়েছে ছিঁচকে চুরির অপরাধে জেল খাটতে আসা দুই চোর এই ঘটনার পেছনে রয়েছে। এরপর তড়িঘড়ি সেই দুই বন্দিকে পার্থ চট্টোপাধ্যায়ের সেলের কাছ থেকে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যার ফলে রেহাই মিলেছে পার্থর।
অন্যদিকে, গতকালই প্রেসিডেন্সি জেলের মধ্যে পড়ে গিয়ে মুখে চোট পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জঙ্গি মুসার তাড়া খেয়ে তিনি জেলের ভিতরে চোট পান। রক্তপাত হওয়ায় বুধবারই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। তবে জানা গিয়েছে, আজ সেই চোট সামলে অনেকটাই ভালই আছেন পার্থ চট্টোপাধ্যায়।