বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র-যুব বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে গতকাল৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে৷ অনুষ্ঠান শেষে গোরুর দুধে সোনার বিষয়ে প্রশ্ন করা হলে পরোক্ষভাবে দিলীপ ঘোষকে এই নিয়ে কটাক্ষ করলেন তিনি৷ এদিন পার্থ বলেন, “কোনটা গোরু বুঝতে পারছি না৷ যে বলছে সে, না কি যার মাথা থেকে বের হচ্ছে সে৷ এটা নিয়েও তো গবেষণা চলার কথা৷ আমাদের খুব ভালোভাবে বোঝা উচিত, আমাদের উদ্দেশ্য কুসংস্কারমুক্ত সমাজ তৈরি করা৷ তার জন্য একেবার গ্রাসরুট স্তর থেকে শুরু করতে হবে৷”
উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বার বার বেফাঁস মন্তব্য করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। সম্প্রতি তার ‘গরুর দুধে সোনা আছে’, এই মন্তব্যের যারা বিরোধিতা করেছিলেন তাদেরকে রীতিমতো গাধা বলে সম্বোধন করেন দিলীপ ঘোষ। খবর অনুযায়ী জানা গেছে, তিনি মন্তব্য করে বলেন, ‘যাঁরা এসব করছেন, তাঁরা গরুর চেয়েও কম বোঝেন।’ শুধু তাই নয় দিলীপ ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘কেউ প্রমাণ করে দেখাক যে আমি ভুল বলছি’।
সম্প্রতি দিলীপ ঘোষের মন্তব্য ‘গরুর দুধের সোনা আছে’ জানার পর থেকেই অনেকেই গরু নিয়ে গোল্ড লোন নিতে গিয়েছিলেন। এ সমস্ত খবর কানেও পৌঁছেছে বিজেপি রাজ্য সভাপতির। তার পরেই তিনি গাধা বলে মন্তব্য করেন সকলকে। শুধু তাই নয় দিলীপ আরো বলেছেন, ‘গাধারা যেমন গরু সম্পর্কে কিছুই জানে না, ঠিক তেমনই অনেকেই গরু নিয়ে কিছু বোঝে না।’