তুমুল বুকে ব্যথা পার্থর! তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে, ঠিক কি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর?

বাংলা হান্ট ডেস্কঃ দুজনেই প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন দীর্ঘদিন। নতুন বছরে একজনের জেলমুক্তি হতেই প্যানিক অ্যাটাক শুরু অন্যজনের। এখানে কথা হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকের (Jyotipriya Mallick)। গত বুধবার রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। এরই মধ্যে শোনা যাচ্ছে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়।

অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়-Partha Chatterjee

জ্যোতিপ্রিয়র জেলমুক্তির পরেই প্যানিক অ্যাটাক প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সূত্রের খবর তার বুকে ব্যথা শুরু হয়েছে। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় পার্থর। তড়িঘড়ি তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তৃণমূলের প্রাক্তন মহাসচিবের।

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাস থেকে জেলে পার্থ। গত বছর শেষে এসে ইডি মামলায় জামিন পেয়েছেন ঠিকই তবে সিবিআই মামলা থাকায় এখনও জেলমুক্তি হয়নি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চলতি সপ্তাহেই বিচার শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ পর্বে বৃহস্পতিবার পার্থ সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। তবে রাতেই শারীরিক সমস্যা দেখা দেয়।

সূত্রের খবর, গতকাল আদালত থেকে জেলে ফেরার পরেই জেলে অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর চিকিৎসার জন্য় এসএসকেএম হাসপাতালে চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে। এই সরকারি হাসপাতালে ডাক্তাররাই পার্থ লর চিকিৎসায় থাকবেন। বর্তমানে জেল হাসপাতালে থেকেই চিকিৎসা চলছে পার্থর (Partha Chatterjee)।

Partha Chatterjee

আরও পড়ুন: আগামী ১০ বছর দল চালাব! মমতার ঘোষণার পরই অভিষেক লিখলেন, ‘প্রশাসন মানে শুধু কথা নয়’

২০২৩ সালেই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। বুধবার রেশন দুর্নীতিতে ইডির করা মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয়। ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর করেছে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর