বাংলাহান্ট ডেস্ক : এসএসসির (SSC Scam) পর এবার টেট দুর্নীতিতেও নাম জড়ালো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। ইডির (ED) তরফ থেকে জানানো হয়েছে এমন কিছু তথ্য ও প্রমান আধিকারিকদের হাতে এসেছে যা থেকে বোঝা যাচ্ছে টেট দুর্নীতিতেও (TET Scam) প্রত্যক্ষ ভাবে জড়িয়ে রয়েছেন বর্তমান শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
জানা যাচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। মিলেছে এসএসসি-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও। পার্থর বাড়ির সিজার লিস্টের ১৫ নম্বরে উল্লেখ ইডি-র। ২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ, পার্থর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড। ইডি-র দাবি, শুধু টেট বা এসএসসি সংক্রান্ত নথি নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতার (Arpita Mukherjee) নামে থাকা ৭টি সম্পত্তির দলিলও মিলেছে। সিজার লিস্টে তারও উল্লেখ রয়েছে।
বিস্তারিত আসছে…