‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জিতবে’, দলের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে ফের একবার আত্মবিশ্বাসী পার্থ

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পরবর্তীতে মন্ত্রিত্ব পদের পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকেও বহিষ্কার করা হয় তাঁকে। আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে রয়েছে পার্থ।

তবে এক্ষেত্রে দূরত্ব ক্রমাগত বৃদ্ধি পেলেও দলের প্রতি ভালোবাসা যে একটুও কমেনি, সেই উদাহরণই পেশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে প্রবেশ করার সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী সাফ জানান, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে।” তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা বাংলায়।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। পরবর্তীতে অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র। পাশাপাশি পার্থ-অর্পিতার নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মেলে।

বিগত বেশ কয়েক মাস ধরেই জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে আদালতের নিকট বারংবার জমিনের আবেদন করলেও মেলেনি স্বস্তি। এদিন ফের একবার আদালতে তোলা হতে চলেছে প্রাক্তন তৃণমূল মহাসচিবকে আর তার মাঝেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ প্রসঙ্গে আশাবাদী শোনালো পার্থকে। ফলে সব মিলিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।

ukn 1

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার পূর্বে বাংলার প্রতিটি পঞ্চায়েতে নিজেদের ক্ষমতা বিস্তার করতে তৎপর শাসক এবং বিরোধী পক্ষ। এক্ষেত্রে অশান্তির চিত্র ক্রমাগত প্রকাশ্যে এসে চলেছে। বোমাবাজির ঘটনা থেকে শুরু করে হিংসার ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা জেল হেফাজতে থাকায় কোণঠাসা তৃণমূল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন পার্থ মামলায় আদালত কি রায় দেয়, সেদিকে তাকিয়ে সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর