অপসারিত পার্থ! অবশেষে কড়া সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে পার্থকে বহিষ্কারই করল তৃণমূল (TMC)। প্রায় ৬ দিন পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে সরগরম গোটা ভারত। একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে তার নামে। উঠে এসেছে একাধিক নারীসঙ্গও। ১০০ কোটি টাকার ও বেশি দুর্নীতির খবরে চমকে উঠেছে গোটা বাংলা।

অবশেষে জল্পনায় সিলমোহর। এসএসসি দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরিয়ে দেওয়া হল মন্ত্রিত্ব থেকে। সবমিলিয়ে চারটি দপ্তরের দায়িত্ব থেকেই সরানো হল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের বদলে আপাতত সেই চারটি দপ্তরের মন্ত্রিত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই। এই সিদ্ধান্ত নিয়ে নবান্নের তরফে লিখিত বিবৃতিও দেওয়া হয়েছে।

শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, পরিষদীয় – চার দপ্তরের মন্ত্রীর দায়িত্ব থেকে পার্থ চট্টাপাধ্যায়কে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, এই সব দপ্তরগুলি এখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখবেন। ফলে মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ-উদ্বাস্তু পুনর্বাসন, তথ্যপ্রযুক্তি, উত্তরবঙ্গ উন্নয়ন, পরিকল্পনা রূপায়ণ, শিল্প বাণিজ্য, পরিষদীয় দপ্তর এবং শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব এসে পড়ল।

বিস্তারিত আসছে…

Avatar
Sudipto

সম্পর্কিত খবর