উলটে দেখো পালটে গেছে! জায়গা হারালো লক্ষ্মী কাকিমা, উড়ে গিয়েছে ধুলো! প্রথম স্থানে কে?

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই বুক দুরদুর। সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের সর সপ্তাহের পারফরম‍্যান্সের নম্বর দেয় দর্শকরা। টিআরপির (TRP) উপরে ভিত্তি করেই কোনো সিরিয়াল এগিয়ে যায়, কোনোটা আবার পিছিয়ে যায়। এ সপ্তাহে কারা জায়গা করতে পারল সেরা দশের তালিকায়?

অদ্ভূত ভাবে এ সপ্তাহে টিআরপি তালিকা পুরো ওলটপালট হয়ে গিয়েছে। শীর্ষে থাকা সিরিয়াল জায়গা হারিয়েছে। অন‍্যদিকে হারতে বসা মেগা আবার তার পুরনো জায়গা ফিরে পেয়েছে। হ‍্যাঁ, ঠিকই ধরেছেন। বিরাট চমক দিয়ে কামব‍্যাক করেছে জি বাংলার মিষ্টি মেয়ে ‘মিঠাই’ (Mithai)। অনেক সপ্তাহ পর আবার শীর্ষে মোদক পরিবার।

Mithai sid

নিজে গুলি খেয়ে ক্রমশ পিছোতে থাকা সিরিয়ালকে টেনে প্রথম স্থানে নিয়ে এসেছে মিঠাই। এ সপ্তাহে অনেকদিন পর মিঠাই একাধারে বাংলা সেরা এবং চ‍্যানেল টপার। নম্বর এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৮.৫ এ। দ্বিতীয় স্থানে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। লক্ষ্মীর ৩০ তম বিবাহ বার্ষিকীতেই জানা গিয়েছে দুলাল আর হংসিনীর বিয়ের নাটক।

ছেলে আর ছেলের মিথ‍্যে বউ দুজনকেই বাড়ি থেকে বের করে দিয়েছে লক্ষ্মী। টানটান পর্ব হওয়া সত্ত্বেও মিঠাইয়ের থেকে অনেকটাই নম্বর কম লক্ষ্মী কাকিমার, ৮.০। তৃতীয় স্থানে একসঙ্গে জায়গা ভাগ করে নিয়েছে গৌরী এলো এবং গাঁটছড়া। দুজনেরই প্রাপ্ত নম্বর ৭.৯। চতুর্থ স্থান এবং পঞ্চম স্থানে যথাক্রমে ৭.৭ পয়েন্ট নিয়ে আলতা ফড়িং এবং ৭.৫ নম্বর নিয়ে ধুলোকণা।

Lokkhi kakima
স্টার জলসার নতুন সিরিয়াল ‘এক্কা দোক্কা’ও ভাল করেছে। প্রথম সপ্তাহেই ৫.৮ নম্বর নিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। সেরা দশের টিআরপি তালিকায় বেশ ভাল ফল করেছে স্টারের সিরিয়ালগুলি।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ৮.৫ (প্রথম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৮.০ (দ্বিতীয়)
গৌরী এলো, গাঁটছড়া- ৭.৯ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.৭ (চতুর্থ)
ধুলোকণা- ৭.৫ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া, মন ফাগুন- ৬.৩ (ষষ্ঠ)
উমা- ৬.২ (সপ্তম)
এই পথ যদি না শেষ হয়- ৬.০ (অষ্টম)
এক্কা দোক্কা- ৫.৮ (নবম)
খেলনা বাড়ি- ৫.৬ (দশম)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর