এবার গ্রুপ ‘ডি’ নিয়োগেও নাম জড়াল পার্থর, মন্ত্রীর বাড়িতে মিলল অ্যাডমিট কার্ড ও রেজাল্ট

বাংলাহান্ট ডেস্ক : গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) বা শিক্ষক নিয়োগের (SSC Scam) পাহাড় প্রমান দুর্নীতির সঙ্গে নাকি তাঁর দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই। এই নিয়োগ দেখে স্কুল সার্ভিস কমিশন (SSC), যার সঙ্গে সরকারের কোনও যোগই নেই। তাই শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর যুক্ত থাকার কোনও প্রশ্নই ওঠে না। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় তখন একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এমন দাবি করেন।

কিন্তু টানা সাড়ে পঁচিশ ঘণ্টার জেরা ও তল্লাশি অভিযান চালিয়ে ইডি (ED) এদিন সম্পূর্ণ উল্টোই কথা বলে। সংস্থা জানায়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে এমন অনেক নথি উদ্ধার হয়েছে যা থেকে স্পষ্ট এই গ্রুপ ডি’র (Group D) ‘ভুয়ো’ নিয়োগ দুর্নীতি প্রত্যক্ষ ভাবেই যুক্ত ছিলেন রাজ্যের এই তৎকালীন শিক্ষামন্ত্রী। ইডির দাবি সেই নথির মধ্যে আছে বিভিন্ন অ্যাডমিট কার্ড, রেজাল্ট, প্রার্থীদের নামের তালিকা সহ আরও গুরুত্বপূর্ণ কাগজ।

ইডির দাবি, পার্থর বাড়িতে তল্লাশি চালিয়ে মিলেছে নিয়োগ সংক্রান্ত একাধিক নথি পত্র যা প্রমাণ করে তিনি সরাসরি এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকী অর্পিতা মুখোপাধ্যায় ও তাঁর কোম্পানি সংক্রান্ত কাগজপত্রও ছিল মন্ত্রীর বাড়িতেই। সেইসব নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানায় কেন্দ্রীয় সংস্থাটি।

পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার দাবি করেন , গ্রুপ ডি নিয়োগ তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে না। কিন্তু ইডি পাল্টা দাবি করে জানায় তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২০১৬ সালের এই পরীক্ষা সংক্রান্ত একাধিক নথি। অ্যাডমিট কার্ড থেকে শুরু করে চূড়ান্ত ফলাফলের খসড়াও।

ইডি আরও দাবি করে শুধু গ্রুপ ডি নয়, উচ্চ প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রার্থীদের একটি তালিকাও উদ্ধার করেছে তারা। এছাড়াও একাধিক চাকরি প্রার্থীর নামে অ্যাডমিট কার্ড, ফলাফল জমা ছিল পার্থর বাড়িতে।

এইসব নথির ভিত্তিতে ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় সরাসরি গ্রুপ ডি নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন। এর পেছনে আর কারা কারা যুক্ত আছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্র জানিয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর