নেটমাধ্যমে তুমুল বিতর্ক! এখনও TMC-র শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আছেন পার্থ?

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কেটে গিয়েছে বহু দিন, বহু মাস, বারংবার জামিনের আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। আপাতত জেলেই ঘানি টেনে জীবন অতিবাহিত হচ্ছে তার। অন্যদিকে, শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই তাকে তড়িঘড়ি দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

তবে সম্প্রতি নেটমাধ্যমে (Social Media) প্রশ্ন ওঠে যে, এখনও তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পদে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন কিনা। তবে হঠাৎ কেন এরম প্রশ্ন? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের চলে যেতে হবে বেশ কিছুদিন আগে। যেদিন আদালতে ভার্চুয়াল শুনানি চলাকালীন জমে ওঠে পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়ের ‘প্রেমালাপ’।

দীর্ঘ কয়েক মাস কোর্টের ভার্চুয়াল শুনানিতে দেখা পার্থ-অর্পিতার। সেদিন ‘অপার প্রেমপর্ব – র সাক্ষী ছিল গোটা আদালত। জানা যায় সেদিন ভার্চুয়াল শুনানি চলাকালীনই ইশারায় কথোপকথনে ডুবে যান পার্থ ও অর্পিতা৷ শুধুই কী তাই, বান্ধবীর দিকে লাভ সাইনও দেখান পার্থবাবু। অর্পিতাও হালকা হাসিতে সাড়া দেয় পার্থর ইশারায়।

একদিকে যখন শুনানিতে ব্যস্ত আদালতের সকলে ঠিক সেই সময় প্রেম নিবেদনে ব্যস্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। গত মঙ্গলবার অপার আদালতের এই কাহিনী সম্প্রচারিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। আর সেই নিয়েই তোলপাড় গোটা রাজ্য। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই খবর নানা স্ক্রিনশট সমাজমাধ্যমে দিয়ে কটাক্ষ করে বলেন, “এই না হলে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান৷”

partha chatterjee (1)

এখানেই ধন্দ। সত্যিই এখনও তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পদে আছেন পার্থ? বহু ঘাঁটাঘাঁটি করে এই খোঁজ নিয়ে দেখা যায় বর্তমানে আর তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা-রক্ষা কমিটির চেয়ারম্যান নেই পার্থ চট্টোপাধ্যায়৷ প্রসঙ্গত, ২০২২ সালের ৫ মে পার্থকে সরিয়ে সুব্রত বক্সীকে শৃঙ্খলা-রক্ষা কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয়। অর্থাৎ, গতবছর যখন ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন তখনও তিনি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর