পা ফুলে ঢোল, হাঁটতে পারছেন না পার্থ! জেলের মধ্যে অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী, হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাস থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি। এবার জেলের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর পা ফুলে গিয়েছে। হাঁটতে চলতে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই SSKM হাসপাতালে চিঠি পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ (Presidency Jail)।

প্রাক্তন শিক্ষামন্ত্রীর শরীরে কী সমস্যা রয়েছে? তাঁর পা কেন ফুলতে শুরু করেছে? সেই বিষয়গুলি পরীক্ষা করে দেখার অনুরোধ করা হয়েছে SSKM কর্তৃপক্ষকে। জানা জাচ্ছে, ফুলে যাওয়ার পাশাপাশি পার্থর পায়ের ব্যথাও বেড়েছে। এদিকে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে গরম বেড়েছে। জেলের মধ্যে ফ্যান বা এসির বন্দোবস্ত নেই। এসব কারণেও পার্থ বেশ কাহিল হয়ে পড়েছেন বলে জেল সূত্রে খবর। সেই কারণে এবার জেল কর্তৃপক্ষের তরফ থেকে তাই পার্থর শারীরিক পরীক্ষার অনুরোধ করে SSKM কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হল।

এমনিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নানান রকম শারীরিক সমস্যা রয়েছে। আইনজীবীর মাধ্যমে আদালতে বেশ কয়েকবার এই বিষয়ে জানিয়েছেন তিনি। পার্থর চেহারাও স্থূল। সেই বিষয়ক কিছু অসুবিধাও রয়েছে বলে খবর। এদিকে গ্রেফতার হওয়ার আগে থেকেই পা নিয়ে সমস্যায় ভুগতেন তিনি। এবারও পায়ের ব্যথাতেই ভুগতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুনঃ কিছুক্ষণেই বদলে যাবে তিন জেলার আবহাওয়া, দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি! আবহাওয়ার আপডেট

জেল সূত্রে জানা যাচ্ছে, এর আগেও একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাঁর পায়ের যন্ত্রণা বেড়েছিল। এখনও সেই কারণেই তিনি কষ্ট পাচ্ছেন বলে অনুমান। তবে পরীক্ষানিরীক্ষা করলেই সেই বিষয়ে জানা যাবে।

Partha Chatterjee

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে ED আধিকারিকরা যখন পার্থর বাড়িতে হানা দিয়ে তাঁকে দিনভর জেরা করেছিলেন, তখনও তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর দেওয়া হয় SSKM হাসপাতালের চিকিৎসকদের। এরপর গ্রেফতার হওয়ার পরেও ওই একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এরপর সেখান থেকে আদালতের নির্দেশ অনুসারে ভুবনেশ্বর এইমসে পাঠানো হয়। এরপর সেখান থেকে ব্যাক টু জেল! তবে জেলে থাকাকালীন বহুবার অসুস্থ হয়েছেন পার্থ। এখন যেমন পায়ের সমস্যায় জেরবার তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর