শান্তি নেই! পুজোয় ভালো খাবারও খেতে পারলেন না পার্থ-বালু, ওদিকে ‘মুক্ত’ কেষ্ট বললেন, ‘ফাইন লাগছে’

বাংলা হান্ট ডেস্কঃ মন মেজাজ ভালো নেই পার্থর। এই নিয়ে পরপর তিনবার জেলের গরাদে বসেই দুর্গাপুজো কাটাতে হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। ওদিকে এবারে জীবনে প্রথমবার জেলে পুজো কাটাচ্ছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরই রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হন জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। তারপর থেকে জেলেই দিন কাটছে তারও।

এদিকে আবার পুজোর মুখেই ডবল বোনাস পেয়েছেন অনুব্রত মণ্ডল। টানা দু’বছর জেলে থাকার পর পুজোর ঠিক আগেই মুক্তি পেয়েছেন তিনি। জামিন পেয়েছে মেয়ে সুকন্যাও। এবারে বেশ ভালো পুজো কাটাচ্ছে অনুব্রত ওরফে কেষ্ট ও তার পরিবার। এবারে গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিয়েছেন কেষ্ট-সুকন্যা। তবে কাকা মারা যাওয়ার কারণে সরাসরি পুজোর আচারে যোগ দিতে পারেননি কেষ্ট। সংবাদমাধ্যমের সামনে অনুব্রত বলেন, ‘ফাইন লাগছে। খুব ভাল পুজো কাটাচ্ছি।’

পুজোর ঠিক আগে ছাড়া পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যও। এবারে সেখানের ঘোড়াইক্ষেত্রে পৈত্রিক ভিটেতেই সপরিবারে জমিয়ে পুজো কাটাচ্ছেন মানিক। পরিবারের সাথে পুজো কাটাচ্ছে কিছুদিন আগে জামিন পাওয়া তৃণমূলের আরেক বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও।

বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ-বালু দুজনেই। প্রতিবারের মতো এবারেও জেলের মধ্যেই দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে বন্দিদের জন্য। জেল সূত্রে খবর, এবারেও পুজোর আগে জামিন না মেলায় হতাশায় ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ষষ্ঠীর দিন নাকি জেলের দুর্গাপ্রতিমায় মাথা ঠেকিয়ে কেঁদেই ফেলেন পার্থ। কারারক্ষীকে বলেন, ‘‌আমার মন মেজাজ কিছু ভাল নেই। এবার জেলের পুজোয় অংশ নেব না। একা বই পড়েই সময় কাটাতে চাই।’

durga pujo

আরও পড়ুন: বিকেলই বৃষ্টি শুরু! ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৪ জেলা: আবহাওয়ার খবর

জ্যোতিপ্ৰিয় অবশ্য পুজোয় অংশ নিয়েছেন। জেলের দুর্গাপুজো যাতে ভাল করে সম্পন্ন হয় সেদিকে নজর রেখেছেন তিনি। দুর্গাপুজোর দিনগুলিতে জেলে কি মেনু কী হচ্ছে, যাতে খাবার যেন কম না পড়ে সেই বিষয়েও খোঁজ নেন তিনি। পুজোর কয়েকটা দিন জেলের বন্দিদের পাতে পড়ছে এলাহী সব খাবার। তালিকায় মটন বিরিয়ানি থেকে বাসন্তী পোলাও, পায়েস, চিংড়ি আরও অনেক কিছু। তবে জেল সূত্রে খবর, যেহেতু পার্থ-বালুর নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে তাই শরীরের কথা ভেবে বেশ কিছু স্পেশ্যাল আইটেম বাদ গিয়েছে তাদের পাত থেকে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর