মঞ্চে অভিষেক তার নাম নিতেই একি! জেলে বসেই বিরাট কাণ্ড ঘটালেন পার্থ-বালু, তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরেকটা একুশে জুলাই (21 July)। তবে এবারেও দেখা গেল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সেই
২০২২ সালে শহিদ সমাবেশের মঞ্চে শেষবার দেখা গিয়েছিল তাকে। তবে তারপরই সব কেমন ওলোটপালোট। সেই বছরই ২৩ জুলাই শিক্ষক কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। তারপর থেকে জেলেই দিন কাটছে এই হেভিওয়েটের।

কেমন কাটল পার্থ (Partha Chatterjee) বালুর একুশে জুলাই?

ওদিকে এবার পার্থর পাশাপাশি বালুহীনও (Jyotipriya Mallick) ছিল তৃণমূলের মঞ্চ। গত বছর অক্টোবর মাসে পুজোর পরপরই রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। বহুবার জামিনের আবেদন করলেও সেই থেকে তিনিও জেলে। একসময় যে দুই ‘দক্ষ সংগঠক’এর কাঁধে থাকত শহিদ সমাবেশের গুরু দায়িত্ব, বর্তমানে সেই দু’জনই গরাদের পিছনে।

   

২০২৪ লোকসভা ভোটের পর এই ছিল তৃণমূলের প্রথম একুশে জুলাই। নির্বাচনে বঙ্গ জুড়ে বিপুল সাফল্যের পর এবারে তৃণমূলের শহিদ সমাবেশ ছিল চমকে ভরা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের উপস্থিতি থেকে খাবারের মেনুতে ‘ঐতিহাসিক’ ডিম-ভাতের বদলে চিকেন। সবই যেন আলাদা নজর কেড়েছে। তবে পার্থ-বালু? তারা কীভবে কাটালেন তৃণমূলের একুশে জুলাই? সেই খবরও অবশ্য মিলেছে।

রাজ্যের দুই প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীরই এখন ঠিকানা প্রেসিডেন্সি জেল। কারা দফতর সূত্রে খবর, মঞ্চে না যেতে পারলেও পার্থ-বালু দুজনাই জেলের কেন্দ্রীয় সংশোধনাগারের টিভিতে নজর রেখেছেন। ধর্মতলায় মূল অনুষ্ঠান শুরু আগে থেকেই টিভির সামনে বসে যান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও জ্যোতিপ্ৰিয় মল্লিক। ছিলেন শেষ পর্যন্ত।

partha balu jail

আরও পড়ুন: জেলবন্দি অনুব্রত, এর মাঝেই বীরভূমে ঘটে গেল অবাক কাণ্ড! তুমুল শোরগোল বাংলায়

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী যখন ২১ জুলাইয়ের ইতিহাস বলছেন, তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সবটাই মন দিয়ে শুনেছেন পার্থ বালু। গতকাল তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একবার উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। টেট কেলেঙ্কারির ইস্যুতে বলতে গিয়ে উঠে আসে পার্থর নাম।

কারা দফতর সূত্রে খবর, যখন অভিষেক পার্থর নাম নেন, সেই সময় পার্থ জ্যোতিপ্ৰিয়কে কিছু বলছিলেন। যদিও কী বলছিলেন তা জানা যায়নি। আগেরবার একুশে জুলাইতেও পার্থ জেলেই ছিলেন, তবে জ্যোতিপ্ৰিয়র কাছে সবটাই নতুন। দুজনেই এখন দিন গুনছে মুক্তির অপেক্ষায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর