বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment) নিয়ে তোলপাড় রাজ্য। সেই ২০২২ সালের জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারি দিয়ে শুরু। তারপর আর লাগাম পড়েনি। একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার, দুর্নীতির অভিযোগে এখনও জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), একাধিক তৃণমূল বিধায়ক থেকে শিক্ষা দফতরের বহু আধিকারিক। চলছে তদন্ত। নিত্যদিন সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।
আদালতের নির্দেশ অনুযায়ী ইডি-সিবিআই এর হাতে বেশি সময় নেই। যত দ্রুত সম্ভব শেষ করতে হবে নিয়োগ দুর্নীতির তদন্ত। এই সময়ে এসে তাই জোরসে কোমর বেঁধেছে সিবিআই। শোনা যাচ্ছে ফাইনাল ল্যাপে এসে পড়েছে নিয়োগ দুর্নীতির তদন্ত। এমনটাই। তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ ফাইল চেয়েও পাচ্ছে না লাগছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই (Central Bureau of Investigation) সূত্রে এমনটাই খবর।।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, শিক্ষা দফতরের কাছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফাইল চেয়েও পাচ্ছে না তারা। প্রায় ১৫ দিন আগে শিক্ষা দফতর ও স্কুল সার্ভিস কমিশনের কাছে বেশ কয়েকটি ফাইল চাওয়া হয়। প্রত্যেকটি ফাইল তদন্তের জন্য জরুরি বলে জানা যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ ফাইল এখনও নাকি হাতেই আসেনি তাদের।
আরও পড়ুন: নতুন বছরেই ফের বিরাট উপহার পাবেন সরকারি কর্মীরা? কি জানাচ্ছে কেন্দ্র?
ওই ফাইলগুলিতে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কিত নথি রয়েছে বলে জানা যাচ্ছে। সেই সব এসএসসি, শিক্ষা দফতরের একাধিক টেবিলের পাশাপাশি তত্কালীন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় টেবিলেও ওই ফাইল গুলি গিয়েছে বলে দাবি সিবিআই এর। তবে সেসব চেয়েও সিবিআই পাচ্ছে না বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে বর্তমানে বিরাট চাপে সিবিআই। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের মধ্যেই শেষ করতে হবে তদন্ত। আগামী ৯ জানুয়ারি এই নিয়ে কলকাতা হাইকোর্টে কমপ্রিহেন্সিভ রিপোর্ট জমা দেবে সিবিআই। তার আগে সিবিআই এর ওই ফাইলগুলি হাতে চাই।