বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে বিস্ফোরক দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছিলেন, ‘জেলে বসেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধানের ফোনে কথা হয়।’ এবার এই ইস্যুতেই পাল্টা মুখ খুললেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
২০২২ সালের জুলাই থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলের অন্দরে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সম্প্রতি ইডি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে সিবিআই এর মামলায় এখনও কোনো সুরাহা পাননি। এরই মাঝে বিস্ফোরক অভিযোগ তুলে শুভেন্দু বলেছিলেন, পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়।
শুভেন্দু আরও বলেছিলেন, ‘আগের কথাগুলো বলব না। সাম্প্রতিক কথা বলছি। তিনি যেদিন চান বেলের মোরব্বা খান, যেদিন চান খাসির মাংস খান। গত অষ্টমীর দিন লুচি ছোলার ডাল খেয়েছেন। স্বাভাবিকভাবে কাদের হাতে আছে বোঝা যায়।’ এই ইসুতেই শুভেন্দু বলেন, ‘এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাইরে মামলা নিয়ে যাওয়া উচিত। তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছে। কনভিকশন করাতে চান। সুপ্রিম কোর্টকে বলে এই মামলাগুলি বাংলার বাইরে নিয়ে যান সেকথা বলব।’
রাজ্যের বিরোধী দলেনেতার এহেন মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। এবার সেই নিয়েই কড়া প্রতিক্রিয়া দিলেন পার্থ। এদিন গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা পার্থকে এই নিয়ে প্রশ্ন করতে কার্যত বিদ্রুপের সুরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “পাগলে কি না বলে ছাগলে কি না খায়।” অর্থাৎ অভিযোগের কোনো সত্যতা নেই বলেই তা উড়িয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: বাংলার গন্ডি পেরিয়ে কেরলেও ফুটল জোড়াফুল! নতুন বছরে ‘সুখবর’ তৃণমূলে
প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে পার্থের (Partha Chatterjee) গ্রেফতারির পর পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ সেই সময় এর প্রতিক্রিয়া দিতে গিয়ে পার্থ বলেছিলেন ‘‘ঠিকই বলেছেন।’’ সেবছর ২৩ জুলাই গোয়েন্দাদের হাতে গ্রেফতার হওয়ার পরই পার্থকে দলের সব পদ, মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেয় তৃণমূল। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী হামেশাই বলে গিয়েছেন, “দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’’