বাংলাহান্ট ডেস্ক: গতবছর থেকে শিক্ষক কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত পার্থ, সুবীরেশ ভট্টাচার্য সহ মোট ১৪ জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয়। সাত দিনের জেল হেফাজত শেষে ফের মামলার শুনানি হবে।
এর আগের শুনানিতে পার্থকে আদালতে নেওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন তিনি। সূত্রের খবর আজ পার্থবাবুর ঘনিষ্ঠ মহলে তদন্তকারী সংস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পাশাপাশি এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সহ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।
ঠিক কী বলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? বৃহস্পতিবার নিজের ঘনিষ্ঠ মহলে জোর গলায় পার্থ বলেন, “আমি অভিষেকের মতো নেতা তৈরি করি। কুন্তলের মতো নয়”। পাশাপাশি তার একেবারে স্পষ্ট কথা “অয়ন- কুন্তল কাউকে চিনি না। চেনা তো দূরের কথা। এদের আমার ৩০০ মাইলের মধ্যে ঢোকারও ক্ষমতা নেই।”
জানা গিয়েছে, এদিন ঘনিষ্ঠ মহলে ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ। বলেন, “ইডি কলকাতায় কাউকে পাচ্ছে না। সবাইকে চুঁচুড়া থেকে ধরে আনছে। তদন্তকারী সংস্থা প্রথমে বলল, কুন্তল আমাকে টাকা পাঠাতো। এখন বলছে অয়ন নাকি কুন্তলের মাধ্যমে আমাকে টাকা পাঠাতো। আগে ঠিক করুককে টাকা পাঠাতো। ডকুমেন্টারি এভিডেন্স দেখাক।”
অন্যদিকে, এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন শিক্ষামন্ত্রী। মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর ধর্না প্রসঙ্গে পার্থ বলেন, ”কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতার লড়াই চিরকাল ছিল। আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ধর্ণা নয়। তিনি বাংলার হয়ে লড়াই করা সংগ্রামী নেত্রী। তিনি বাংলার ভাগ্য দেখবেন। উন্নয়ন দেখবেন। উনি বাংলার টাকা উদ্ধার করবেন।”
নেতার সংযোজন, “বিনা বিচারে জেলবন্দি হয়ে পড়ে আছি। সত্য একদিন বেরোবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ১০০ শতাংশ ভরসা আছে।” পাশাপাশি বঙ্গীয় কারারক্ষী সমিতিকে পশ্চিমবঙ্গ পুলিশের ছাতার তলায় আনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি সুবিবেচনা করার আর্জিও জানান পার্থ।