‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা’ মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর, কলকাতায় এসে এবার মুখ খুললেন পার্থ

বাংলাহান্ট ডেস্ক : ঘরের ছেলে ফিরলেন ঘরে। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিমান। ভুবনেশ্বর থেকে এদিন সাড়ে ৬টা নাগাদ কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছন তিনি। রীতিমতো ইডির আধিকারিকদের চক্রব্যূহে কলকাতায় ফিরিয়ে আনা হলো পার্থকে। জানা যাচ্ছে আজ মঙ্গলবার ভোর থেকেই কলকাতা বিমানবন্দরের গেটের সামনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) মোট চারটি গাড়ি রাখা ছিল। মোতায়েন করা হয় বিরাট কেন্দ্রীয় বাহিনীও।

অন্যায় দেখলে দলের ছেলেদেরই গ্রেফতার করিয়েছি : সোমবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘সত্যির বিচার হোক। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আমি কিছু মনে করবো না। যদি কেউ চোর হয়, ডাকাত হয়, তৃণমূল কংগ্রেস তাদের বরদাস্ত করবে না। আমি অন্যায় দেখলে দলের ছেলেদেরই গ্রেফতার করিয়েছি বহুবার। অন্যায় করলে আমি দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী কাউকেই রেয়াত করি না। যদি কেউ খারাপ কাজ করে, বিচারে তাঁকে যতই চরম শাস্তি দিক না কেন, আমি বা আমার দলের কেউ এই বিষয়ে হস্তক্ষেপ করব না। আমরা কোনওভাবেই অন্যায়কে সমর্থন করব না।’

মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন : পার্থকে নিয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ভুবনেশ্বর থেকে রওনা দেয় ইডি। ৬টা ৩৪ মিনিট নাগাদ কলকাতায় অবতরণ করে পার্থর বিমান। পার্থকে নিয়ে সেখান থেকে সোজা সিজিও কমপ্লেক্সে পৌঁছয় ইডির গাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই জানান, দোষ প্রমাণ হলে উপযুক্ত পদক্ষেপ করবে দল। মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকরা এ প্রসঙ্গে পার্থের মতামত জানতে চাইলে, তিনি বলেন, ‘ মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন।’

দলের প্রতি অভিমান? দলনেত্রীর এই কথায় যে কোনও ভুল যে নেই তা এদিন কলকাতা বিমানবন্দরে নেমেই স্বীকার করে নেন পার্থ। যদিও রাজনৈতিক মহলের মতে, পার্থর এই সম্মতিসূচক জবাব আসলে দলের প্রতি কিছুটা অভিমানও। এদিন সকালে দেখা যায় হুইল চেয়ারে করেই বিমান থেকে নামিয়ে ইডির গাড়িতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সকাল ৭টা নাগাদ পার্থকে নিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে পৌঁছয় ইডির গাড়ি। ব্যাঙ্কশাল কোর্ট ইডির হাতে ১০ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে পার্থকে। তাই পার্থর ঠিকানা আপাতত সিজিও কমপ্লেক্সই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর