বাংলাহান্ট ডেস্ক : আইপ্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলেছে তৃণমূলের। এই জল্পনায় তোলপাড় রাজ্য। এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি সাফ জানালেন আইপ্যাকের কোনো খবরই তিনি রাখেন না।
পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক বিতর্ক এবং ঝামেলায় জড়িয়েছে তৃণমূল। ভুল তালিকা ফেসবুক পেজে প্রকাশ, পাসওয়ার্ড বিতর্ক সবকিছুতেই নাম জড়িয়েছে আইপ্যাকের। এবার তাই নিয়েই সরব হতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। নাকতলার বাড়িতে সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্টতই তাঁর দাবি তিনি পার্টি করেন। বাকি কোনো খবর তিনি রাখেন না।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আইপ্যাক বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে বড় ভূমিকা নিয়েছিল। কিন্তু পার্টি আর আইপ্যাক এক জিনিস নয়। আমি আই প্যাকের সঙ্গে ডিল করি না, যাঁরা এই ব্যাপারে ডিল করেন তাঁরাই বলতে পারবেন ‘। সূত্র মারফত খবর তৃনমূলের সঙ্গে মতানৈক্যের জেরে বাংলা, ত্রিপুরা এবং মেঘালয়ে দলের সঙ্গে কাজ করবে না আইপ্যাক, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করে এমনটাই জানিয়েছেন আইপ্যাক কর্তা প্রশান্ত কিশোর।
এদিন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে লখনউ উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে এই ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টতই জানান, ‘এগুলি দলের আভ্যন্তরীণ ব্যাপার। এই নিয়ে কোনো কথাই আমি বলব না। তবে পার্থ-বক্সীদের তালিকাই চূড়ান্ত’।
মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ-বক্সীদের তালিকায় চূড়ান্ত অনুমোদন দিলেও এই তালিকাতেও বেশ কিছু গন্ডগোলের কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘এই তালিকাতেও বেশ কিছু ভুল আছে। যেমন একটি ওয়ার্ডে মৃত ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে৷ অন্য একটি ওয়ার্ডে যেখানে আসন এবার তফসিলি মহিলার জন্য সংরক্ষিত সেখানে একজন পুরুষকে প্রার্থী করা হয়েছে।’ যদিও অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতে কোনোরকম প্রতিক্রিয়া দিতেই অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়।