অবশেষে! পার্থকে নিয়ে বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তদন্তে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের মুখ্যসচিবের (State Chief Secretary) ভূমিকা। একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ শিক্ষা কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court)। তবে বারংবার আদালতের নির্দেশ অমান্য করেছেন মুখ্যসচিব বিপি গোপালিকা। তাই এবার বড় পদক্ষেপের পথে হাঁটল কলকাতা হাইকোর্ট।

পার্থদের নিয়ে কী সিদ্ধান্ত হাইকোর্টের? (Partha Chatterjee)

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের মামলার শুনানি হবে মুখ্যসচিব বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই। গত শুক্রবার এমনই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে এমনই পদক্ষেপ আদালতের। পাশাপাশি পার্থদের জামিন নিয়ে আপত্তির কারণও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

   

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার জেরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু আধিকারিক গ্রেফতার হয়েছেন। তালিকায় রয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা-সহ শিক্ষা দফতরের ১১ জন আধিকারিক।

সম্প্রতি কলকাতা হাই কোর্টে এই ধৃতরা জামিনের আবেদন করলে আদালতে সিবিআই সাফ জানিয়ে দেয়, সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যের মুখ্যসচিবের অনুমোদনের প্রয়োজন। পাশাপাশি বিধায়ক বা মন্ত্রীর ক্ষেত্রে প্রয়োজন রাজ্যপাল বা বিধানসভার স্পিকারের অনুমোদন। এক্ষেত্রে রাজ্যপাল এবং স্পিকারের অনুমোদন মিললেও রাজ্যের মুখ্যসচিবকে বারংবার নিজের অবস্থান জানাতে বলার পরই তিনি কিছু জানান নি।

Calcutta High Court

আরও পড়ুন: আগস্টেই ফের বাড়ছে DA, কত শতাংশ? রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বড় সুখবর

গত শুক্রবার আদালতে মামলাকারীদের আইনজীবী নিজেদের মক্কেলের জামিনের পক্ষে সওয়াল করলে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হবে শুনানি। পার্থদের (Partha Chatterjee) এই মামলার পরবর্তী শুনানি ২৮ অগস্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর