‘বাইরে বেরিয়ে দেখে নেব”, জেরার সময় ইডির গোয়েন্দাদের হুমকি পার্থ চট্টোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় এমনিতেই বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির গ্রেফতারের পর তার বান্ধবীর কাছ থেকে মিলেছে বিপুল পরিমাণ সম্পত্তি। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে খোঁজ নিয়েছে কোটি কোটি টাকার সম্পদ ও সম্পত্তির। এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া চলার সময় ফের নতুন করে বিতর্কে জড়ালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ইডি সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের পর এবার ইডি অফিসে বসে গোয়েন্দাদের হুমকি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বাইরে বেরোলে গোয়েন্দাদের “দেখে নেওয়ার” হুমকি দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গোয়েন্দারা জানিয়েছেন জেরা চলাকালীন রীতিমতো হুমকির সুরে তাদের দেখে নেওয়ার কথা বলেছেন পার্থ বাবু।

এটা প্রথম নয়। এর আগেও এসএসকেএম হাসপাতালে গোয়েন্দাদের চড়া সুরে হুমকি দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বলেছিলেন, “এটা আমার হাসপাতাল। আমি যেমন বলবো তেমন রিপোর্ট হবে।” পরে এই ঘটনাটি আদালতকেও জানায় ইডি।

সূত্রের খবর বৃহস্পতিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার জন্য তিনজনের একটি দল সল্টলেকের সিজিও কমপ্লেক্স এ আসেন। কিন্তু তদন্তকারী দলের প্রশ্নের উত্তর দিতে চাননি পার্থ চট্টোপাধ্যায়। এরপরেও বারবার গোয়েন্দাদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। রীতিমত গর্জিত স্বরে গোয়েন্দাদের হুমকি দিয়ে বলেন, “আমি একবার বাইরে বেরোলে গোয়েন্দাদের দেখে নেব!”

গোয়েন্দাদের কথামত পার্থ চট্টোপাধ্যায়ের কথায় রীতিমত হুমকির সুর ছিল। ইডি সুত্রের খবর এই ঘটনার বিস্তারিত আদালতে জানানো হবে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তায় বলয় আরো শক্তিশালী করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টেড।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর