নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের জেল হেফাজত! ‘অনন্তকাল জেলেই থাকব?’ কাতর প্রশ্ন পার্থের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ফের একবার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২৮ শে নভেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই নন, দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট ৬ জনকে দু সপ্তাহের জন্য জেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আলিপুর আদালত।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়ভার হাতে নেওয়ার পর ইতিমধ্যেই অ্যাকশনে সিবিআই এবং ইডি।

সম্প্রতি, এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র।

পরবর্তীতে পার্থ-অর্পিতার নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পায় তদন্তকারী সংস্থা। এই মামলায় বিগত বেশ কয়েক মাস ধরে হেফাজতে দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন শুনানি শেষে ফের একবার ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হল তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে। উল্লেখ্য, এদিন আদালতে উপস্থিত হওয়ার পর সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার দিকে কার্যত আঙ্গুল তোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সূত্রের খবর অনুযায়ী, এদিন আদালতে পার্থকে দু সপ্তাহের হেফাজতে নেওয়ার দাবি তোলে সিবিআই। সেই সময় পার্থর আইনজীবীর তরফ থেকে তাঁর মক্কেলের বক্তব্যকে উদ্ধৃত করে পাল্টা প্রশ্ন করা হয়, “শেষ ১৪ দিনে সিবিআইয়য়ের তদন্তে কি এমন প্রমাণ হয়েছে, যার জন্য আমাকে (পার্থ চট্টোপাধ্যায়) হেফাজতে রাখার কথা বলা হচ্ছে? অনন্তকাল কি আমাকে হেফাজতে রেখে দেওয়ার চেষ্টা করে চলেছে তদন্তকারী সংস্থা?”

Untitled design 2022 08 25T163517.320

যদিও পরবর্তীতে উভয় পক্ষের দাবি-দাওয়া শোনার পর অবশেষে পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট ছয় জন অভিযুক্তকে দু সপ্তাহ জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারপতি।


Sayan Das

সম্পর্কিত খবর