নিয়োগ মামলায় রাজসাক্ষ্মী পার্থের জামাই! এবার আদালতে বিরাট সাক্ষ্য দিলেন এই ব্যক্তি 

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (Recruitment Scam) দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে জেলবন্দী হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই এই নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হয়ে গোপন জবানবন্দি দিয়েছিলেন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির করা মামলায় কল্যাণময় গোপন জবানবন্দি দেওয়ার পর বৃহস্পতিবার আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছেন কল্যাণময়ের মামা। সম্পর্কে তিনি পার্থের বেয়াই হন। জানা যাচ্ছে, তদন্ত চলাকালীন এই ব্যক্তির বয়ান রেকর্ড করেছিলেন ইডির অফিসারেরা। জমির দলিল সহ একাধিক নথি তিনি ইডিকে দিয়েছেন বলে জানিয়েছেন।

নিয়োগ মামলায় (Recruitment Scam) আদালতে বিরাট সাক্ষ্য দিলেন পার্থের বেয়াই

প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই বেয়াইয়ের  বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দলিলের ‘ফোটোকপি’ উদ্ধার করেছিল ইডি। তদন্তকারী সূত্রে খবর এই মামলায় (Recruitment Scam) পার্থর বেয়াই পরে নিজে ইডির দপ্তরে গিয়ে আরও তিনটি জমির দলিল একটি সংস্থার অডিট রেকর্ড, এলআইসি শংসাপত্র সহ একটি ফ্ল‍্যাটের দলিল দিয়ে এসেছিলেন। ইডির দপ্তরে তিনি ৫ থেকে ৬ বার গিয়েছিলেন। সেখানে তাঁর বয়ান নেওয়া হয় বলে খবর। পার্থর বেয়াই জানিয়েছেন বয়ান সংগ্রহের সময় তাঁকে কেউ ‘প্ররোচিত’ করেননি।

আরও পড়ুন: স্তন খামচে ধরা, পাজামার দড়ি খোলা ধর্ষণের চেষ্টাই নয়! জানিয়ে দিল হাই কোর্ট

প্রসঙ্গত এই নিয়োগ মামলায় (Recruitment Scam) এর আগে রাজসাক্ষী হয়েছেন পার্থের জামাই কল্যাণময়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থর সঙ্গে অভিযুক্তদের তালিকায় ছিলেন তিনিও। সূত্রের খবর নিয়োগ মামলায় রাজসাক্ষী হওয়ার পর তিনি আর অভিযুক্ত থাকবেন না। জানা যাচ্ছে, আমেরিকা প্রবাসী কল্যাণময় এখন কলকাতায় রয়েছেন।

Recruitment Scam

সূত্রের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তিনি গুরুত্বপূর্ণ তথ্য পেশ করতে চাইছেন, বলে আইনজীবী মারফত আবেদন করেছিলেন। তার সেই আবেদন মঞ্জুর করে দেন বিচারক। এরপর কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে দ্রুত কল্যাণময়ের গোপন জবানবন্দী নেওয়ার নির্দেশ দেন। তারপর এবার এই মামলায় সাক্ষ্য দিলেন তার মামা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর