সন্ধ্যার মধ্যে হাজিরা না দিলে হেফাজতে নেবে CBI, পার্থকে কড়া নির্দেশ জাস্টিস গাঙ্গুলির বেঞ্চের

বাংলা হান্ট ডেস্কঃ SSC দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানের শিল্পমন্ত্রী পার্থ চটোপাধ্যায়কে ফের CBI-র সামনে হাজিরা দেওয়ার নির্দেশ আজরই করল কলকাতা হাই কোর্ট। সন্ধ্যা ছয়টার মধ্যে তদন্তকারীদের সামনে না গেলে হেফাজতে নিতে পারবে CBI, নির্দেশ বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের।

বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জানিয়েছেন যে, তিনি আশা করছেন পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রীপদ থেকে সরে দাঁড়াবেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরানোর আর্জিও জানিয়েছেন তিনি। তিনি জানান, স্বচ্ছ সমাজ গঠনে কোনও ভাবেই দুর্নীতিকে প্রশয় দেওয়া উচিৎ নয়, তাই এই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

উল্লেখ্য, এটাই প্রথম না যে হাই কোর্টের তরফ থেকে পার্থবাবুকে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ জারি করা হল। এর আগেও একই নির্দেশ জারি করা হয়েছিল। পাশাপাশি সেবার স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে, কোনওমতেই SSKM-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না। তবে, শেষ বেলায় ডিভিশন বেঞ্চে গিয়ে হাই কোর্টের নির্দেশিকার বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেন তৃণমূলের মহাসচিবের আইনজীবী।


Koushik Dutta

সম্পর্কিত খবর