বাংলা হান্ট ডেস্কঃ SSC দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যেহেতু এই মামলার তদন্তভার এখন CBI-র হাতে, সেহেতু এর আগেই পার্থবাবুকে তদন্তকারীদের মুখোমুখি হতে বলেছিল হাইকোর্ট। পাশাপাশি এও বলা হয়েছিল যে, তিনি যেন এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি না হন। তবে, সেই সুযোগই আসেনি। আগেই ডিভিশন বেঞ্চ থেকে স্থগিতাদেশ নিয়ে নেন মন্ত্রীর আইনজীবী।
তবে, সেবার পার পেলেও, এবার হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে যেতেই হয় তৃণমূলের মহাসচিবকে। যদিও, এদিনও ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন ওনার আইনজীবী। তবে, ডিভিশন বেঞ্চ ওনাকে স্বস্তি দেননি। যার জেরে আজ নিজাম প্যালেসে যান পার্থবাবু। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই সেখানে উপস্থিত হন তিনি।
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা জেরার পর অবশেষে নিজাম প্যালেসের বাইরে এলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে নয়টা নাগাদ CBI-র ডেরা থেকে বের হন তিনি। কিন্তু সেই সময় সাংবাদিকদের প্রশ্নে কোনও উত্তর দেননি মন্ত্রী। কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তিনি।