হাসপাতালে ভর্তি পার্থ-সুজয়কৃষ্ণ! হঠাৎ কী হল? নিয়োগ দুর্নীতির কুন্তল-অরুণকে নিয়েও বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা (Primary Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এবার এই মামলারই অন্যতম অভিযুক্ত, বর্তমানে জামিনে মুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) পুরী যেতে চেয়ে আদালতের কাছে আবেদন করলেন। অন্যদিকে মঙ্গলবার বিচারভবনে জানানো হল, ফের অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পেসমেকারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্রও!

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) বড় খবর!

এদিন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফ থেকে পার্থর শারীরিক অবস্থা সংক্রান্ত একটি রিপোর্ট বিচারককে পাঠানো হয়। সেখানে জানানো হয়, জেলের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি পা ফুলে যাওয়ার সমস্যায় ভুগছেন। সেই সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে জেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অন্যদিকে পেসমেকার সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রও। এদিন সুজয়কৃষ্ণের আইনজীবী তাঁর মক্কেলের অসুস্থতার কথা বিচারককে জানান। বলেন, গত ১৬ তারিখ থেকে কালীঘাটের কাকু হাসপাতালে ভর্তি।

আরও পড়ুনঃ অক্সফোর্ড শুধু নয়, ব্রিটেনের ‘এই’ দুই খ্যাতনামা শিক্ষাকেন্দ্রেও আমন্ত্রিত মমতা! বিবৃতি জারি রাজ্যের

পার্থ-সুজয়কৃষ্ণের (Sujay Krishna Bhadra) অসুস্থতা ছাড়াও এদিন আদালতে কুন্তল ঘোষের পুরী যাওয়ার প্রসঙ্গ উঠে আসে। তিনি পুরী যেতে চেয়ে আদালতের কাছে আবেদন করেন। কুন্তলের সেই আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করা হয়েছে। বিচারক বলেন, পুরী গেলেও তদন্তকারী অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে কুন্তলকে। একদিন অন্তর তদন্তকারী অফিসারকে ফোন করতে হবে বলে নির্দেশ দেয় আদালত।

Primary recruitment scam

এছাড়া নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) নাম জড়িয়েছে অরুণ হাজরারও। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে, প্রাথমিক শিক্ষক, এসএসসি বা নানান সরকারি চাকরির নামে প্রার্থীদের থেকে টাকা তোলা হয়েছে। সেই কাজে বহু এজেন্টকে ব্যবহার করেছিলেন অরুণ, কুন্তলরা। এদিন তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি উপস্থিত হননি। জানা যাচ্ছে, এখনও অবধি আদালতের সমন পৌঁছয়নি। আগামী ২৫ এপ্রিল অরুণকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর