বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি! বাংলার মাটিতে দাঁড়িয়ে এ আর নতুন কিছু নয়। বিগত কিছুমাস ধরেছে শিক্ষক দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে কঙ্কালসায় দশা রাজ্যের। কেলেঙ্কারির অভিযোগে একে একে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেক প্রভাবশালী ব্যক্তিও। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য অন্যদিকে মানিক ঘনিষ্ঠ তাপস। প্রায় সকলেরই স্থান হয়েছে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail)।
এবার জেলে বসেই আড্ডায় মজলেন এই ধৃতরা। তাদের সঙ্গ দিতে হাজির সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। এ যেন জেলের মধ্যেই বড়সড় রি-ইউনিয়ন! চললো জমিয়ে আড্ডা-গল্প। তবে কী করে এক হলেন এই সকল অভিযুক্ত? জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেল-এ রাখা হয়েছে তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ এবং অশোক সাহা-সহ আরও তিনজনকে। ঠিক তার পাশের সেলে রয়েছেন চিটফান্ডের সুদীপ্ত সেন। তার পাশের সেলে বিধায়ক মানিক ভট্টাচাৰ্য। অন্যদিকে মানিকের ঠিক পাশেই পার্থ চট্টোপাধ্যায়ের সেল।
দুর্নীতি কাণ্ডে বার বার উঠে এসেছে মানিক ও তার দোসর তাপস মণ্ডলের নাম। এখন দুজনাই বন্দি জেলে। জানা গিয়েছে, বহুদিন পর ঘনিষ্ঠ ‘বন্ধু’ তাপস মণ্ডলকে দেখে অনেকটা সময় কথা বলেন মানিক ভট্টাচার্য। তাপসের শারীরিক অবস্থা নিয়েও হয় কথাবার্তা। সূত্রের খবর, মানিকবাবু এদিন বন্ধু তাপস মণ্ডলকে বলেন, “তুমি এখানেই থাকো। সেলেই থাকো। জেল হাসপাতালের অবস্থা ভাল নয়।” তাপসের শরীর নিয়ে চিন্তিত সারদা কাণ্ডের সুদীপ্ত সেনও। তাপসকে একই পরামর্শ দিয়ে সুদীপ্ত বলেন, “এখানেই থাকুন। জেল হাসপাতালের অবস্থা খারাপ।”
বেশ চলছিল কথাবার্তা। এরই মধ্যে হাজির প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এদিন তাপসকে কাছে পেয়ে দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল সম্পর্কে নালিশ করেন পার্থ। ক্ষোভ উগরে দিয়ে বলেন, “পাকা ছোকরা। আমার নামে মিথ্যে বলছে। আমার সঙ্গে কোনও দিন দেখাই হয়নি। আমি চিনিও না। জানিও না।” সহমত পোষণ করে তাপসও পার্থকে বলেন, “কী আর করবেন স্যার! কুন্তল যা ইচ্ছে বলছে।”
তবে বড়দের এই আড্ডা থেকে বাদ পড়েছেন যুবনেতা কুন্তল ঘোষ। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলে থাকলেও কুন্তল ঘোষকে রাখা হয়েছে সম্পূর্ণ আলাদা একটি সেলে। আরও জানা গিয়েছে দুর্নীতি কাণ্ডে ধৃত অন্যদের সাথে একেবারেই বনিবনা হচ্ছে না কুন্তলের। ফলে আড্ডা-গল্প থেকেও বাদ তিনি।