বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব।
দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিক বার নানাররকম শারীরিক জটিলতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর তরফে। তবে প্রভাবশালী তত্ত্বে মেলেনি কোনও সুরাহা। এবার ফের আদালতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিরাট দাবি করে বসলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।
ঠিক কি চাইলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? আগের বারের ন্যায় খাট অথবা চিকিৎসার কথা না, এবার জেলে রীতিমতো অ্য়াসিস্ট্যান্ট চেয়ে বসলেন পার্থ চট্টোপাধ্যায়। গতকাল বিচারপতির কাছে আর্জি জানিয়ে অ্যাসিস্ট্যান্ট চান পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: কেন কংগ্রেসে যোগ দিয়েছেন ফিরহাদের জামাই? সামনে এল আসল সত্য! মুখ খুললেন মেয়র ও প্রিয়দর্শিনী
আদালতে পার্থবাবুর সওয়াল, ‘আমার শরীর ভাল যাচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট থাকলে ভাল হয়’। তিনি বলেন, “দিনের পর দিন শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। জেলে যদি একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া যায়।”
আরও পড়ুন: খাস কলকাতায় তৈরী হবে ‘রাম মন্দির’, উদ্বোধনে অমিত শাহ! কবে কোথায়? জানলে অবাক হবেন
পার্থর কথা শুনে বিচারক বলেন, “সেটা জেল ম্যানেজমেন্ট ঠিক করবে।” এরপর ফের পার্থ বলেন, “আপনি বলে দিলে হয়ে যাবে।” পার্থর কথায়, “বাগ কমিটির রিপোর্ট দুই কোর্টই মেনেছে। এরা তা ফলো করছে না কেন…”। উত্তরে বিচারক বলেন, “সেটা এখন বলে কী হবে।” আপাতত আগামী ১৯ অগাস্ট পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার