বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। তবে ভার্চুয়াল হাজিরা নয় এবার একেবারে সশরীরে আদালতে হাজির হতে চান বলে আবেদন জানালেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, নিজের আইনজীবী বিপ্লব গোস্বামী মারফত এমনই জানিয়েছেন তিনি।
এদিন বিচারকের কাছে বেশ কিছু বক্তব্য পেশ করেন পার্থবাবু। মূলত নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন এককালের দুঁদে নেতা। মঙ্গলবারের শুনানিতে আদালতের কাছে শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে কাতর আর্জি জানান পার্থ। পাশাপাশি, পার্থর আইনজীবী জানান, বহুদিন থেকে নানা রোগ বাসা বেঁধেছে পার্থর শরীরে। গ্রেফতারের আগে থেকে অসুস্থ তার মক্কেল।
এরপর বিচারকের কাছে পার্থ বলেন, ‘আমার পা ফুলে যাচ্ছে। জেলে পর্যাপ্ত পরিকাঠামো নেই। আমার শরীর দিনের পর দিন খারাপ হচ্ছে। এখানকার পরিস্থিতি একবার দেখে যান। এত বন্দি আছে। আমার পা ফুলে ঢোল। যদি আমি মরেই যাই তাহলে আর কিসের বিচার। যে যার মতো মিডিয়া ট্রায়াল করে যাচ্ছে। তদন্তের নামে ৮ মাস হল। আর কমাস রাখবে? ভাল থাকবেন স্যার।’
পার্থর কথা শোনার পর তার সু-চিকিৎসার আশ্বাস দেন বিচারক। বিচারক জানতে চান, পার্থর আর কিছু বলার আছে কি না, আদালতে হাজির হয়ে তিনি কিছু বলতে চান কি না। সূত্রের খবর, এরপরই আদালতে সশরীরে হাজির হয়ে কিছু বলার ইচ্ছাপ্রকাশ করেন পার্থ। নিজের আইনজীবী মারফৎ পার্থ জানান, তার কিছু বলার আছে।
পার্থর এহেন আর্জির পরই তুঙ্গে জল্পনা। এমন কী বিষয় বা কথা, যা পার্থ ভার্চুয়াল হাজিরায় বলতে পারছেন না! একেবারে আদালতে পৌঁছতে হবে তাকে! তবে কী এবার বিশেষ কারও নাম সামনে আনবেন তিনি? প্রভাবশালী যোগ? নাকি কোনও বিশেষ বার্তা? এই সব প্রশ্নেই এখন রীতিমতো শোরগোল।
তবে এটাও হতে পারে যে, নিজের শারীরিক সমস্যার কথাই বিচারপতিকে সামনে থেকে বলতে চাইছেন। কারণ গতকালের শুনানিতে একাধিকবার পার্থ নিজের অসুস্থতার কথা তুলে ধরেছেন। এসব অবশ্য সবটাই জল্পনা মাত্র। আসলে পার্থ কী বলতে চাইছেন তা একমাত্র বোঝা যাবে তিনি মুখ খুললেই।