‘অন্যায় করেছে, তাই বাদ দিয়েছে’, পার্থকে দলের ‘ক্যানসার’ বলে তুমুল কটাক্ষ তৃণমূল পুরপ্রধানের

বাংলা হান্ট ডেস্কঃ ‘অন্যায় করেছেন পার্থ চট্টোপাধ্যায়, তাই তৃণমূল কেটে বাদ দিয়ে দিয়েছে’, কোনো বিরোধী দলের নেতা নন! সম্প্রতি, মঞ্চ থেকে প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন দলেরই এক নেতা। এসএসসি (SSC) দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারের ঘটনার পর থেকেই পার্থর সঙ্গে ক্রমশ দূরত্ব বজায় রাখতে শুরু করে দল আর এবার তৃণমূল পুরপ্রধানের এহেন বক্তব্য বিতর্ক বহুগুনে বৃদ্ধি করেছে।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়, যেখানে ব্যারাকপুরের তৃণমূল পুরপ্রধান প্রবীর সাহাকে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মতো বিরোধী দলগুলিকে আক্রমণ শানানোর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গেও কটাক্ষ ছুড়ে দেন তিনি।

   

সম্প্রতি, নিউ ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্য করে প্রবীর সাহা বলেন, “চায়ের দোকানে তুফান না তুলে আপনারা সংঘবদ্ধ হন। পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছিল, তাই তৃণমূল কেটে বাদ দিয়ে দিয়েছে।” এরপরই পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে ‘ক্যানসার’-এর তুলনা টেনে তিনি বলেন, “শরীরে কোন অংশে যদি ক্যানসার হয়, তবে তা বাদ দিয়ে দেওয়া উচিত। পার্থ সেই ক্যানসার, সেই জন্য তাকে বাদ দিয়েছে দল।”

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। এরপরেই আদালতের নির্দেশে বর্তমানে জেলে রয়েছেন তারা। এই প্রসঙ্গে শুরু থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে দল। তাঁকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস যে কোনরকম আপস করবে না, সে কথা আগেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সম্প্রতি প্রবীর সাহার মন্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত অবশ্য এ প্রসঙ্গে কোন মতামত প্রকাশ করেনি দলীয় নেতৃত্ব।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর