কাকু-কুন্তলের সাথে যোগ! কে এই পার্থ ঘনিষ্ঠ ভজা যাকে জেরা করল ED? জানলে চোখ কপালে উঠবে

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। ২২, ২৩ পেরিয়ে বর্তমানে ২০২৪, এখনও কেলেঙ্কারির অভিযোগে জেলবন্দি পার্থ। আর এবার নিয়োগ মামলার তদন্তে ইডির (ED) মুখোমুখি হলেন আরও এক ‘পার্থ’। একসময় পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসাবে কাজ করা পার্থ সরকার (Partha Sarkar) এবার ইডির মুখোমুখি। তিনি আবার পার্থের পাড়ার কাউন্সিলরও।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও তলব করা হয়েছিল এই পার্থ ওরফে ভজাকে। সেই সময় ইডির ডাকে সাড়া না দিলেও মঙ্গলবার তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির। রাত ন’টা পর্যন্ত সিজিও কমপ্লেক্সে টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

প্রসঙ্গত, সবার প্রথম এই ভজার নাম উঠে আসে জেলবন্দি কুন্তল ঘোষের মুখে। কুন্তলের অভিযোগ ছিল চাকরিপ্রার্থীদের হয়ে টাকা তুলে তিনি যাদের কাছে পৌঁছে দিতেন তাদের মধ্যে ভজাও ছিলেন একজন।ইডির অনুমান, টাকার বিনিময়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার পক্রিয়ায় এই ভজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েক বার সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন ভজা। তবে ইডির ডাক ফিরিয়েছেন একাধিকবার। অবশেষে ২৩ জানুয়ারি মঙ্গলবার তিনি ইডির মুখোমুখি হলেন। তদন্তকারীরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাকে। সূত্রের খবর, শিক্ষক কেলেঙ্কারিতেই ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সাথেও এই ভজার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

আরও পড়ুন: ed men

নিয়োগ দুর্নীতিতে এই ভজার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই মনে করছে ইডি। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের বহুদিনের সঙ্গী ভজা। পার্থর দৌলতেই তিনি কাউন্সিলর হয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের দিকটি দেখভাল করতেন পার্থ সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর