তালা পড়ল পার্থর জামাইয়ের চা-বাগানে! কর্মহীন ১,৬০০ শ্রমিক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বন্ধ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattopadhyay) জামাই প্রসন্ন কুমার রায়ের (Prasanna Roy) ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা-বাগান। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাগ্নি জামাই প্রসন্নর গ্রেফতারির পর থেকেই টালমাটাল অবস্থায় কোনোরকমে ধুঁকছিল এই চা-বাগান। অবশেষে তালা পড়ল বাগানে।

সূত্রের খবর, সোমবার রাতেই লক‌আউট নোটিস জারি করে বাগান কর্তৃপক্ষ। পরদিন সকালে কাজে এসে তা দেখেন বাগানের শ্রমিকরা। এরপরই দুঃখে ভেঙে পড়েন তাঁরা। বাগান বন্ধের ফলে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১,৬০০ শ্রমিক।

প্রসঙ্গত, চলতি বছর নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি এস‌এসসি (SSC) দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থর জামাই প্রসন্ন কুমার রায়ও। জানা গিয়েছে, প্রসন্নর গ্রেফতারির পর থেকেই ঠিক করে বেতন পাচ্ছিলেন না বামনডাঙার চা-শ্রমিকেরা। অবশেষে চলতি সপ্তাহে বন্ধ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের চা-বাগান।

prasanna

তবে শুধুমাত্র এই চা বাগানের মালিক ছিলেন না প্রসন্ন। ডুয়ার্সে তাঁর চা-বাগান ছাড়াও, লাটাগুড়ি, জলদাপাড়ার মত জায়গায় একাধিক রিসর্ট‌ রয়েছে। একসময়, রঙের ঠিকাদারির ব্যবসা ছিল প্রসন্নর। তারপর বিয়ে হয় পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নির সাথে। এরপর থেকেই ক্রমশ্য সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে প্রসন্ন। তাঁর মাধ্যমেই চাকরিপ্রার্থীরা পার্থর কাছে টাকা পৌঁছে দিত বলে অভিযোগ তদণ্ডকারী সংস্থার। এরপরই এস‌এসসি দুর্নীতির মিডলম্যান হিসেবে সিবিআই গ্রেফতার করে তাঁকে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X