কোনটা গরু সেটাই তো বুঝতে পারছি না, যে বলছে সে? দিলীপকে কটাক্ষ করে বললেন পার্থ

বাংলা হান্ট ডেস্ক :গরুর দুধে সোনা থাকেই, এই একটি মন্তব্য করে এ কার্যত গত দুই সপ্তাহ ধরে বিতর্কের পর বিতর্কের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। বর্ধমানে গো প্রতি পালকদের একটি উত্সবে গরুর দুধে সোনা থাকে দিলীপ ঘোষ এমন মন্তব্য করার পর কার্যত তা বিক্রিতে পরিণত হয়েছে। আর দিলীপের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধিতায় মাঠে নেমে পড়েছে তৃণমূল।38520vkglnnyas9g7iu14q3gqb9q8kdi1jtt5463115

এ বার রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দফতর আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে দিলীপ ঘোষকে নাম না করে গরু বলে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে কোনটা গরু সেটাই তো বুঝতে পারছি না, যে বলছে সেই? নাকি যাকে বলা হচ্ছে সেই? সেটা নিয়ে তো গবেষণা চলা উচিত।

এদিন বিজ্ঞান মেলা অনুষ্ঠান উদ্বোধনে এসে ঠিক এই ভাষাতেই দিলীপ ঘোষকে তোপ দাগেন পার্থ। তবে শুধুমাত্র দিলীপকে কটাক্ষ করাই নয় এ দিন বিজ্ঞান মেলার অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের পড়ুয়াদের বিজ্ঞান সচেতনতার হার বাড়ানো এবং বিজ্ঞান চিন্তার পরিবেশ তৈরি করার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে।

একই সঙ্গে তিনি আরও জানান রাজ্যের পড়ুয়াদের বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করা হচ্ছে, তাই তাঁরা সব কিছু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে নেবে, তাই একদিকে প্রশংসার পাশাপাশি দিলীপকে এই বিজ্ঞান চেতনার মধ্য দিয়েও কটাক্ষ করলেন পার্থ।

সম্পর্কিত খবর