আইপিএল খেলতে এসে বর্ণবিদ্বেষের শিকার, সামির অভিযোগ উড়িয়ে দিলেন পার্থিব-ইরফান।

আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। সরব হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার। তাদের মধ্যে একজন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি প্রতিবাদ করে গুরুতর অভিযোগ করেছিলেন যে, ভারতে আইপিএল খেলতে এসে তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। তার সতীর্থদের মধ্যে অনেকেই নাকি তাকে কালু বলে ডাকতেন, এমনই অভিযোগ করেছিলেন ড্যারেন সামি। তবে সামির সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন হায়দ্রাবাদে তার সাথে খেলা পার্থিব পাটেল এবং ইরফান পাঠান।

আমেরিকায় জর্জ ফ্লুয়েডের মৃত্যুর পর তার প্রতিবাদ করে সামি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন যে, “যখন আমি আইপিএলে হায়দ্রাবাদ দলের হয়ে খেলতাম তখন অনেকেই আমাকে কালু বলে ডাকতেন। কিন্তু সেই সময় আমি কালু শব্দের অর্থ জানতাম না। আমাকে কেউ কেউ বলেছিলেন কালু শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী ঘোড়া। সেই কারণে আমি প্রতিবাদ করিনি তবে এতদিনে আমি জানতে পেরেছি কালু শব্দের অর্থ। এখন আমার খুবই রাগ হচ্ছে। আমাকে এবং শ্রীলংকার থিসারা পেরেরা কে দিনের পর দিন সতীর্থরা কালু বলে ডেকেছিলেন।

13245785063006a08481dc290f1c6dfd0fb3d066fd01660538594477a7f9dbd222e65ed8c

সামির এই অভিযোগের প্রেক্ষিতে এইদিন ইরফান পাঠান বলেন আমি 2014 সালে সামির সাথে হায়দ্রাবাদ দলে খেলেছি। যদি এমন কিছু ঘটনা ঘটতো তাহলে নিশ্চয় আলোচনা হত। আমি কাউকে কোনো দিন ওই (কালু) নামে ডাকতে শুনিনি। পার্থিব প্যাটেল বলেন, “আমার মনে পড়ছে না যে সামিকে কেউ ওই (কালু) নামে ডাকতো। কাউকে কোনদিন এমন নাম বলতে শুনিনি।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর