বড় খবর! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! দুর্নীতি মামলায় কোমর বেঁধে নামল ইডি

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ইডির (Enforcement Directoeate) হাতে অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partho Chottopadhyay)। গতকাল সকাল থেকে দীর্ঘ ২০ ঘন্টার ওপর ধরে জেরা চলার পর অবশেষে এদিন সকালে গ্রেফতার করা হলো তাঁকে। নাকতলার বাড়ি থেকেই সিজিও কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হবে তৃণমূল মন্ত্রীকে। সূত্রের খবর, টাকার উৎস সম্পর্কে বারংবার অসঙ্গতিপূর্ণ বয়ান এবং তদন্তে অসহযোগিতা করার জন্য গ্রেফতার করা হয়েছে পার্থকে। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।

গতকাল থেকেই তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে জল্পনা উঠতে শুরু করে। এরপরেই শুক্রবার সকালে পার্থর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি অফিসাররা। পরবর্তীতে প্রায় ২০ ঘন্টার ওপর পেরিয়ে গেলেও চলে জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত এদিন সকাল হতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, গতকাল জিজ্ঞাসাবাদ মাঝেই পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২১ কোটি টাকার বিপুল অর্থ, একাধিক সোনা, ২০ টি মোবাইল ফোনের পাশাপাশি বিদেশি মুদ্রা। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। একইসঙ্গে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশন মামলার কোনরকম সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে শুরু করে গোয়েন্দা সংস্থা।

অপরদিকে, জিজ্ঞাসাবাদ মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তবে এরপরেও চলতে থাকে জেরা। রাতের দিকে তৃণমূল নেতার বাড়িতে হাজির হন আরো বেশ কয়েকজন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তৃণমূল নেতার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হওয়ার পাশাপাশি তদন্তে অসহযোগিতা এবং অসঙ্গতিপূর্ণ বয়ানের কারণে এদিন পার্থকে গ্রেফতার করা হয়েছে। আজই তাঁকে আদালতে তোলা হবে বলে খবর মিলছে।

Untitled design 21 7

উল্লেখ্য, গতকাল এসএসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি-র তল্লাশিতে উদ্ধার করা হয় বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়ে যায় আধিকারিকদের। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার হওয়ার পাশাপাশি মেলে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। আর এরপরেই এদিন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি বঙ্গ রাজনীতিতে বিতর্ক বহুগুণে বৃদ্ধি করলো বলেই মত বিশেষজ্ঞদের।

ad

Sayan Das

সম্পর্কিত খবর