বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় এবার কি তবে সিবিআই দফতরের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়? সম্প্রতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর ক্রমশই এই জল্পনা জোরালো হচ্ছিল। সূত্রের খবর, কিছুক্ষণ পূর্বে নিজের বাড়ি থেকে বের হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খবর পাওয়া যাচ্ছে, নাকতলা বাড়ি থেকে বেরিয়ে সোজা সিবিআই দফতরে হাজির হতে চলেছেন পার্থ। এমনকি এদিন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় ক্রমশ অস্বস্তি বেড়ে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। গত মাসে তৃণমূল নেতাকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চের বিচারপতি। এর পরে অবশ্য ডিভিশন বেঞ্চ সেই আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ার ফলে খানিক স্বস্তি পান পার্থ।
তবে এদিন পুনরায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সন্ধে ছটার মধ্যে তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নিকট পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি এদিন হাজিরা না দিলে তৃণমূল নেতার জেল পর্যন্ত হতে পারে বলে জানায় বিচারপতি।
যদিও পরবর্তীতে হার না মেনে হাইকোর্টের বিচারপতি হরিশচন্দ্র এবং রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে পার্থর আইনজীবী। তবে সঠিক পদ্ধতি মেনে মামলা দায়ের না করার কারণে শেষ পর্যন্ত নিজেদের আসন ছেড়ে উঠে যান বিচারপতিরা। ফলে স্বাভাবিক ভাবেই হাজিরা এড়ানোর কোনরকম রাস্তা খোলা থাকে না তৃণমূল নেতার কাছে আর সেই কারণেই শেষপর্যন্ত নিজাম প্যালেসে পার্থর আগমন ঘটতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের।