মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বিরুদ্ধেই বৈঠক ডাকলেন কংগ্রেসের বিধায়করা! কুরসি কাড়ার উপক্রম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-র (captian amarinder singh) উপর ক্ষিপ্ত দলীয় বিধায়করাই। নবজোত সিং সিধু, পাঞ্জাব কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেওয়ার পরই এই দ্বন্ধ আরও প্রকট হয়েছে। এবার কংগ্রেস বিধায়করা হাইকমান্ডের দারস্থ হয়ে এক বৈঠকের ডাক দিয়েছেন।

এবিষয়ে শুক্রবার ইনচার্জ হরিশ রাওয়াত সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে এক ট্যুইট করেন। ট্যুইটে লেখেন, পাঞ্জাবের বিধায়করা বৈঠক করার দাবী জানিয়েছেন। সেই কারণেই ১৮ ই সেপ্টেম্বর পাঞ্জাবের পার্টি অফিসে কংগ্রেস আইনসভা দলের একটি বৈঠক ডাকা হয়েছে। সকল বিধায়ককে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।

জানা গিয়েছে, শনিবার বিকেল ৫ টায় পাঞ্জাবে কংগ্রেসের মধ্যে চলমান দ্বন্দ্বের আজ একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। এই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে থাকবেন অজয় ​​মাকেন এবং হরিশ চৌধুরীরা। থাকবেন পাঞ্জাব ইনচার্জ হরিশ রাওয়াত।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের উপর থাকা নিজেদের ক্ষোভ উগরে দিতে পারেন দলীয় বিধায়করাই- এমনটাই সূত্রের খবর। যার ফলে, তাঁর মুখ্যমন্ত্রীর আসন থাকবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

X