‘অন্যায় হয়েছে, আমরা ভুল শুধরে নেব, দোষীদের পাশে দাঁড়াব না’, ভরা সভায় মন্তব্য কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার হলদিয়ার (Haldia) মাখনবাবুর বাজারে এক জনসভার আয়োজন করে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন সভায় পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হয় দল। পাশাপাশি কুণালের স্বীকারোক্তি, ‘ভুল হয়েছে, দোষীদের পাশে দাঁড়াব না’।

প্রকাশ্য সভায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার পরিবারকে তোপ দাগতেও ছাড়লেন না কুণাল। বললেন, ‘হলদিয়ায় শ্রমিক নিয়োগে স্বচ্ছতা এসেছে। হলদিয়ায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অলিখিত প্রাচীর তৈরি হয়েছিল। ঠিকাদাররাজ তৈরি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তা ভেঙে দিয়েছেন। যে কারণে শ্রমিক নিয়োগে স্বচ্ছতা এসেছে।’

এদিন সভায় দাঁড়িয়ে একের পর এক প্রতিশ্রুতিতে সেখানের মানুষকে ভরিয়ে দেন মুখপাত্র। হলদিয়া নন্দীগ্রাম সেতু তৈরি হবে বলেও জানান কুণাল। শুক্রবারের এই সভায় কুণাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হলদিয়ার শহর তৃণমূল সভাপতি স্বপন নস্কর সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতা।

kunal

এদিন সভার প্রথম থেকে শেষ পর্যন্ত কুণালের নিশানায় ছিল গেরুয়া শিবির। ক্রমাগত হওয়া মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র কোনো পদক্ষেপ করছেনা বলে অভিযোগ তার। পাশাপাশি কেন্দ্রকে কটাক্ষ করে কুণাল বলেন, ‘ব্যাঙ্ক, এলআইসি-কে আদানিদের কাছে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।’ তৃণমূল সরকার মানুষকে উন্নততর হলদিয়া উপহার দেবে বলেও দাবি তার।

এদিন দলের গুনগান করে কুণাল উল্লেখ করেন, ‘রাজ্যে প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর কাজ হয়েছে।’ তবে তিনি এও বলেন, ‘কাজ করতে গিয়ে কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আমরা ভুল শুধরে নেব।’ তার সংযোজন ‘যারা দোষী, তাদের পাশে দাঁড়াবে না দল। তবে ভুল নিয়ে বিজেপি, সিপিএমের সমালোচনার অধিকার নেই। কোনও ভুল করলে মাথা পেতে তা স্বীকার করে নিয়ে শুধরে নেব আমরা।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর