বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata party) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) বুধবার দলের পদাধিকারদের সাথে বৈঠক করেন। এই বৈঠকে নির্ণয় নেওয়া হয় যে, দলের কর্মীরা দেশজুড়ে লকডাউনের সময় পাঁচ কোটি গরিবদের খাওয়ার খাওয়াবেন। বিজেপির সুত্র থেকে এই খবর পাওয়া যায়।
In the meeting of Bharatiya Janata Party (BJP) President JP Nadda with the party's national office bearers, it was decided that the party workers will feed over 5 crore poor people across the country during the lockdown period: BJP Sources pic.twitter.com/oFS6xvXjnQ
— ANI (@ANI) March 25, 2020
এর সাথে সাথে প্রতিটি রাজ্যের সভাপতিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবগত করানো হয়েছে যে, দলের প্রত্যেক কর্মীদের লকডাউনের সময় পাঁচ গরিবদের ভোজন করাতে হবে। দলের রাষ্ট্রীয় পদাধিকার প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাছে সমীক্ষা করবেন।
It was conveyed to all state party presidents via videoconferencing that each party worker should feed 5 poor people during the lockdown. National office bearers of the party will review the progress via daily video conference meetings: BJP Sources https://t.co/Ao4f8pAYuZ
— ANI (@ANI) March 25, 2020
আপনাদের জানিয়ে দিই, বিজেপির প্রায় এক কোটি কর্মী আছে। যদি প্রতিটি কর্মী পাঁচজন করে গরিবদের খাওয়ার খাওয়ান তাহলে ২১ দিনে পাঁচ করি গরিবদের কাছে সাহায্য পৌঁছে যাবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের আশঙ্কার কথা মাথায় রেখে ২৪ মার্চ দ্বিতীয়বার জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন। উনি গতকাল জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে গোটা দেশে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা করেন।