এলো ১৪তম সোনা! ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে তৃতীয়, দৌড়বিদ পারুলকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে (2023 Asian Games) দ্বিতীয়বার ভারতের মুখ উজ্জ্বল করলেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। ২০২৩ সালে তৃতীয় ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টগুলি থেকে স্বর্ণপদক (Gold Medal) জেতার কীর্তি গড়েছেন তিনি। মহিলাদের ৫০০০ মিটার রেসের বেশিরভাগ সময় নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু শেষ দিকে পতি বাড়িয়ে জাপানের শক্তিশালী প্রতিপক্ষ রিসিকা হিরনাকাকে পেছনে ফেলে তিনি স্বর্ণপদক নিশ্চিত করেন।

যেভাবে গতি বাড়িয়ে তিনি জাপানের প্রতিপক্ষকে হারিয়েছেন তা চমকে দিয়েছিল গোটা স্টেডিয়ামকে। তবে এটা এবারের এশিয়ান গেমসে তার একমাত্র পদক ছিল না। ২৮ বছর বয়সী এই ক্রীড়াবিদ এর আগে ৩০০০ মিটার স্ট্রিপলচেজে (3000m steeplechase) অল্পের জন্য সোনা হাতছাড়া করে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) টুইট করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

এশিয়ান গেমসের আগে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন পারুল। কিন্তু মজার ব্যাপার হলো সেখানে তিনি ৩০০০ মিটার স্ট্রিপলচেজে সোনা পেয়েছিলেন এবং ৫০০০ মিটার দৌড়ে রৌপ‍্য পদক জিতেছিলেন। কিন্তু এশিয়ান গেমসে ব্যাপারটা উল্টে যায়।

ছিপছিপে চেহারার পারুল প্রায় ৫ মিটার পেছনে পড়েছিলেন যখন হয়তো রেস শেষ হওয়ার আর ২০০ মিটার বাকি। সেখান থেকে অবিশ্বাস্য ভঙ্গিতে নিজের গতি বাড়িয়ে দেন তিনি। জাপানের প্রতিপক্ষ হয়তো নিজের সোনা নিয়ে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। কিন্তু পারুল যখন তাকে অতিক্রম করে যান তখন আর তার কিছু করার ছিল না।রিষিকাকে প্রায় দু মিটার পেছনে রেখে নিজে ফিনিশিং লাইন ছুঁয়েছিলেন পারুল।

আরও পড়ুন: ফের নতুন রেকর্ড! এশিয়ার মাটিতে কেরিয়ারের এক নতুন অধ্যায়ের আরম্ভ করলেন রোনাল্ডো

এটি ছিল এবারের এশিয়ান গেমসে ভারতের ১৪তম স্বর্ণপদক। মঙ্গলবার এই ৫০০০ মিটার দৌড়ে ফিনিশ করতে পারুল সময় নিয়েছেন ১৫:১৪.৭৫। ভারতের আর এক প্রতিযোগী অঙ্কিতাও এই ইভেন্টে নেমে ছিলেন তবে তিনি পদক পাননি। ১৫:৩৩.০৩ সময় করে তিনি পঞ্চম স্থানে ফিনিশ করেছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর