লক্ষ্মীলাভ! ড্রেনের মধ্যে ভেসে এল বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট, হুড়োহুড়ি স্থানীয়দের মধ্যে

বাংলাহান্ট ডেস্ক : বর্ষাকালে নদী নালায় জল জমলে কখনো কখনো মাছ ভেসে উঠে আসে। আবার কখনো কখনো বর্ষার জমা জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে সেই জলে ভেসে যায় আসবা পত্র থেকে গরু ছাগল মুরগির মতো গবাদি পশুরা। কিন্তু নর্দমার জলে ভেসে ভেসে চলে যাচ্ছে টাকা। এও কি সম্ভব? এ যেন অনেকটা “বানের জলে ভেসে আসা” প্রবাদ বাক্যটার মত। ঠিক এমন ঘটনার সাক্ষী থাকলো কাঁকসার কালিনগর এলাকা।

স্থানীয় সূত্রের খবর, কাঁকসার কালিনগর এলাকার ড্রেনে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট ভেসে আসতে থাকে। মুষলধারে বৃষ্টি হয়ে যাওয়ার পর স্থানীয় কয়েকজন লক্ষ্য করেন ড্রেনের মধ্য দিয়ে ৫০০ টাকার নোটের বান্ডিল ভেসে চলে যাচ্ছে। এরপর সেই ঘটনা ছড়িয়ে পড়তে টাকা তোলার জন্য মানুষজন ছুটোছুটি শুরু করে দেন। রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ জড়ো হন সেই টাকা পকেটস্থ করার জন্য।

Money

কিন্তু এত পরিমাণ ৫০০ টাকার নোট কিভাবে নর্দমার জলে চলে এলো তা ভেবে উঠতে পারছেন না কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে ড্রেনের জল থেকে সমস্ত ৫০০ টাকার নোট গায়েব হয়ে গেছে। স্থানীয়রা সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন। নোট বন্দির পর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা সাক্ষী থেকেছিল দেশ। কিন্তু বর্তমান সময়ে এত পরিমান টাকা কে বা কারা ফেলে দিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান কেউ বা কারা নিজেদের আয় বহির্ভূত অর্থ গায়েব করে দেওয়ার লক্ষ্যেই এই কান্ড ঘটিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর