পরীক্ষায় অসফল হলেই….পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরাচ্ছে সরকার, জারি হল বিজ্ঞপ্তি

বাংলাহান্ট ডেস্ক : সুখের দিন শেষ পড়ুয়াদের (Student) জন্য। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরতে চলেছে পাশ ফেল। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনতে চলেছে কেন্দ্র। এতদিন পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে কোনো পাশ ফেল ছিল না। সমস্ত পড়ুয়াই (Student) উন্নীত হতে পারতেন পরবর্তী ক্লাসে। কিন্তু সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আবারো পাল ফেলের নিয়ম ফিরিয়ে আনা হবে এই দুই ক্লাসে।

পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ ফেল (Student)

শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণির কোনো পড়ুয়া (Student) পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে আরেকবার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষার ফলাফল বেরোনোর পর দু মাসের মধ্যেই ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন অকৃতকার্য হওয়া পড়ুয়ারা (Student)। তবে দ্বিতীয় পরীক্ষাতেও কেউ ফেল করলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Pass fail system is returning for class 5 and class 8 students

কী বলা হল বিজ্ঞপ্তিতে: দ্বিতীয় বারের পরীক্ষায় যে সব পড়ুয়ারা (Student) অকৃতকার্য হবে তাদের ক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় খামতি থেকে যাচ্ছে সেদিকে বিশেষ ভাবে নজর দেবে শ্রেণি শিক্ষকেরা। তবে অকৃতকার্য হওয়া কোনো পড়ুয়াকেই (Student) স্কুল থেকে বিতাড়িত করা যাবে না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরো পড়ুন : ছিঃ! সব সীমা পার করল বাংলাদেশ, স্বাধীনতা নিয়ে আসা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, করা হল হেনস্থা

পাঁচ বছর পর ফের নিয়মে বদল: উল্লেখ্য, ২০১৯ সালে শিক্ষার অধিকার আইনে বদল এনেছিল কেন্দ্র। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ ফেল তুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, দেশের সব প্রান্তের পড়ুয়াদের (Student) বুনিয়াদি শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। কিন্তু এবার সেই নিয়মে ফের বদল আনা হবে। বর্তমানে দেশে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন ৩০০০ এর বেশি কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলে কার্যকর হতে চলেছে এই নতুন পাশ ফেল নীতি।

আরো পড়ুন : ভারতের নয়, পাকিস্তানের জাতির জনক ছিলেন মহাত্মা গান্ধী! অভিজিতের মন্তব্যে বিতর্কের ঝড় নেটপাড়ায়

যদিও অনেক সময় স্কুল শিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারগুলি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশের ১৬ টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে মানা হয় না কেন্দ্রের নীতি। সেখানের স্কুলে এখনো পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে চলছে পাশ ফেল নীতি। অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় নীতি মেনেই চলছিল স্কুলগুলি। ২০২০ সালের বিশেষজ্ঞ কমিটিতে অনেকেই পাশ ফেল ফেরানোর পক্ষে মত দিলেও তা শেষমেষ কার্যকর হয়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর