প্রথম দিনে কত যাত্রী চাপল শিয়ালদহ মেট্রোতে, কতই বা হল আয়! রইল পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক তারিখ পিছিয়ে অবশেষে কার্যত ঢাক ঢোল পিটিয়েই উদ্বোধন করা হয় শিয়ালদহ মেট্রো স্টেশনের (Sealdah Metro)। শুধু তাই নয়, দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশনের সাথেও সংযোগসাধন করেছে এই স্টেশন। পাশাপাশি, মেট্রোর নতুন এই পথচলাকে ঘিরে যাত্রীদের মধ্যেও ছিল প্রবল আগ্রহ। যদিও কথায় আছে, “মর্নিং শোজ দ্য ডে”! এমতাবস্থায়, যাত্রী সংখ্যার নিরিখে প্রথম দিনের হিসেবে তেমন একটা ছাপ ফেলতে পারল না শিয়ালদহ মেট্রো।

মূলত, প্রথম দিনেই শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সফরের জন্য প্রায় মধ্যরাত থেকে উপস্থিত হন যাত্রীরা। পাশাপাশি, যত বেলা বেড়েছে ততই বেড়েছে যাত্রী সংখ্যা। কিন্তু, তাও মোট যাত্রী সংখ্যা চমকপ্রদ জায়গায় পৌঁছয়নি। অন্তত প্রথম দিনের মেট্রো সফরে সেই পরিসংখ্যানই উঠে এসেছে। জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের বর্তমান ভিভিআইপি স্টেশনে  বিকেল চারটে পর্যন্ত মোট যাত্রী সংখ্যা ছিল ৬,৪৯৮ জন।

যার ফলে মোট আয় হয় ১ লক্ষ ৯৬ হাজার ৮৫০ টাকা। অপরদিকে, বিকেল ৫ টার সময় শিয়ালদহ থেকে যাত্রীসংখ্যা ছিল ৭,৪০৬ জন। দিনের শেষে শিয়ালদহ মেট্রো স্টেশনে মোট যাত্রী সংখ্যা গিয়ে দাঁড়ায় ১২,৬৮১-তে। পাশাপাশি, টিকিট বিক্রি করে মোট আয়ের পরিমাণ হয় ৩ লক্ষ ৩৩ হাজার ৬৪৫ টাকা।

এদিকে, মনে করা হয়েছিল যে, শিয়ালদহ পর্যন্ত মেট্রোর চাকা গড়ালে যাত্রী সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়বে। সেইমতো সকাল ৬ টা ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ৩৫ মিনিট পর্যন্ত মেট্রোর ব্যবস্থা করা হয়। তবে, প্রথম দিন যাত্রী ও আয়ের নিরিখে অপারেটিং রেশিও বদলানোর মতো সাফল্য দেখা গেলনা শিয়ালদহে। যদিও, মেট্রো আধিকারিকরা অবশ্য শোনাচ্ছেন অন্য কথা। তাঁদের বক্তব্যে ক্রমশ যাত্রী বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসছে।

মেট্রো আধিকারিকরা মনে করছেন যে, শিয়ালদহ পর্যন্ত মেট্রো শুরুর বিষয়টি এখনও সবাই জানতে পারেননি। আর সেই কারণে বহু নিত্যযাত্রী উল্টোডাঙ্গা, বিধাননগর বা পার্ক সার্কাসে নেমে বাস অথবা অটো ধরে নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছেন। পাশাপাশি, উঠে আসছে ভাড়ার প্রসঙ্গও। এখন পূর্ণ মাত্রায় বাসের ভাড়া ১৫ টাকা। অপরদিকে, সেক্টর ফাইভ পর্যন্ত যেতে শিয়ালদহ মেট্রোয় সেই ভাড়া লাগবে ২০ টাকা।

sealdah metro station

যদিও, অটোয় বিধাননগর স্টেশন থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে লাগে ৩০ টাকা ভাড়া। অর্থাৎ, সেক্ষেত্রে মেট্রো মারফত যাতায়াত করলে ১০ টাকা সাশ্র‍য় হবে। আবার, লেক রোড বা ওয়েবেলে পৌঁছতে গেলে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে অতিরিক্ত ১০ টাকা খরচ করতে হবে যাত্রীদের। এমতাবস্থায়, প্রথমদিকে পুরো বিষয়টি যাত্রীরা বুঝে নিতে চাইছেন বলেই মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। সর্বোপরি, সামনের পুজোর মরশুমে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাত ধরে বড় আয়ের সম্ভাবনা রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর