ডিসেম্বর মাসের শুরুতেই ট্রেন বাড়ছে বাংলায়, জেনে নিন কোথায় কোথায় চলবে

২৪ মার্চ লকডাউন ঘোষনার সাথে সাথেই স্তব্ধ হয়ে যায় ভারতীয় রেলও (indian railway) । তারপর শ্রমিক স্পেশাল দিয়ে ফের ধীরে ধীরে আগের স্থানে ফিরতে শুরু করেছে ট্রেন। কিছুদিন আগেই কলকাতা ও শহরতলিতে চালু হয়েছে লোকাল ট্রেন। তবে নন সাব আর্বান ট্রেন এখনো চালু হয় নি। যার ফলে কলকাতার সাথে অনেক অন্যান্য জেলার রেল সংযোগ প্রায় বিচ্ছিন্ন। এবার বাংলায় ২৭ জোড়া নন সাব আর্বান ট্রেন চালুর ঘোষনা করল ভারতীয় রেল।

train rail

রাজ্য ও রেলের বৈঠকে ঠিক হয়েছে আগামী ডিসেম্বর মাসের ২ তারিখ থেকেই রাজ্যে সাব আর্বান ট্রেন চালু করা হবে। প্রথম দফায় ২৭ জোড়া অর্থাৎ ৫৪ টি ট্রেন চালু হলেও কয়েকদিনের মধ্যেই তা বাড়িয়ে দ্বিগুন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাব আর্বান ট্রেন চালুর কথা টুইট করে জানিয়েছেন রেল মন্ত্রী।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল তার টুইট বার্তায় এই ৫৪ ট্রেন চালুর পাশাপাশি জানিয়েছেন, এই ট্রেনগুলিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যাবস্থা নিশ্চিত করবে রেল। যা ঘিরে ইতিমধ্যেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। প্রায় ৯ মাস পর এই ট্রেন চালু হওয়ায় অনেকেই অন্য জেলায় যাতায়াত করতে পারবেন। রেল সূত্রে এই ট্রেনের একটি তালিকাও দেওয়া হয়েছে। দেখে নিন সেই তালিকাটি।

IMG 20201129 191907

প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলায় লোকাল ট্রেন চালু হয়েছে। বেশ কিছু বিধি নিষেধ মেনে ট্রেন চলছে। অনেকেই আশঙ্কা করেছিলেন লোকাল ট্রেন চললে করোনার সংক্রমণ ঠেকানো যাবে না। যদিও বাংলায় তারপর করোনা সংক্রমণে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে পড়েনি।

 

 

 

সম্পর্কিত খবর