বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে রেলপথ হল যাতায়াতের অন্যতম মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমনকি, দূরদূরান্তের যাত্রার ক্ষেত্রেও রেলপথের জুড়ি মেলা ভার। এমতাবস্থায়, ভারতীয় রেলও যাত্রীদের সার্বিক সুবিধা এবং সঠিকভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। সেই রেশ বজায় রেখেই এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খাজুরাহো এবং দিল্লির মধ্যে বন্দে ভারত ট্রেন চালু করার কথা বলেছেন। এই প্রসঙ্গে খাজুরাহোতে আয়োজিত এক অনুষ্ঠানে রেলমন্ত্রী জানিয়েছেন যে, ছতরপুর এবং খাজুরাহোতে রেক পয়েন্টের অনুমোদন করা হয়েছে।
৭৫ টি শহরকে বন্দে ভারত-এর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা:
প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকার ইতিমধ্যেই দেশের ৭৫ টি শহরকে বন্দে ভারত ট্রেনের সাথে সংযুক্ত করার জন্য দ্রুত কাজ করছে। এর জন্য, ইন্টিগ্রাল, চেন্নাই (ICF চেন্নাই)-এ পুরোদমে কাজও চলছে। যেখানে আরও ৭৫ টি বন্দে ভারত ট্রেনের কোচ তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, এই নতুন ট্রেনগুলি পুরানো মডেলগুলির তুলনায় আরও উন্নত হবে। পাশাপাশি, সেগুলির মধ্যে যাত্রীদের সুবিধার্থে আরও বিশদভাবে নজর দেওয়া হয়েছে।
আগস্টের মধ্যেই হতে পারে ইলেকট্রিফিকেশন:
এই প্রসঙ্গে খাজুরাহো এবং দিল্লির মধ্যে বন্দে ভারত ট্রেনের চলাচল সম্পর্কিত তথ্য দিয়ে রেলমন্ত্রী জানিয়েছেন যে, এই রুটে ইলেকট্রিফিকেশনের কাজ চলতি বছরের আগস্টের মধ্যে শেষ হবে। উল্লেখ্য যে, বন্দে ভারত হল একটি আরামদায়ক ফুল এসি চেয়ার কার ট্রেন। এর বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ইউরোপিয় স্টাইলের সিট। এছাড়াও, এক্সিকিউটিভ ক্লাসে ঘূর্ণায়মান সিটের পাশাপাশি বিচ্ছুরিত এলইডি লাইট, রিডিং লাইট, স্বয়ংক্রিয় প্রবেশের দরজা, মিনি প্যান্ট্রি এবং আরও অনেক কিছু রয়েছে এই ট্রেনে। যা প্রত্যক্ষভাবে যাত্রীদের সুবিধা প্রদান করে।
বিশ্বমানের স্টেশন হবে খাজুরাহো:
মূলত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খাজুরাহো স্টেশনের পুনর্নির্মাণের কথা বলেছেন। তিনি জনিয়েছেন, এই স্টেশনকে এক্কেবারে বিশ্বমানের করে তোলা হবে। পাশাপাশি, “ওয়ান স্টেশন, ওয়ান প্রজেক্ট” প্রকল্পও সম্প্রসারিত হচ্ছে। এর ফলে স্টেশনের মাধ্যমেই স্থানীয় পণ্য বাজারজাত করা যেতে পারে।