বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে ট্রেনের দেরি হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। কোনো না কোনো সময়, আপনি নিশ্চয়ই করলেন লেটের সম্মুখীন হয়েছেন। কখনও কুয়াশার কারণে, কখনও বিক্ষোভের কারণে ট্রেন ছাড়তে বা যেতে লেট করে। আবার মাঝে মাঝে নিজের মনের মধ্যে অস্বস্তি থেকেই মনে হয় ট্রেন লেট হলো বুঝি। আচ্ছা ঠিক আছে, ট্রেন দেরি হওয়ার নাহয় অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় ট্রেন এত দেরিতে আসে যে অপেক্ষা করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায়। তবে কিছু কিছু সময় এই ট্রেন লেটই উদযাপনের বিষয় হয়ে যায় বৈকী।
সম্প্রতি এমন একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। তাঁদের ট্রেন ১ বা ২ ঘন্টা নয় বরং টানা ৯ ঘন্টা লেট ছিল। ট্রেনটি যখন ৯ ঘন্টা দেরি করে স্টেশনে পৌঁছোয়, তখন তাঁদের খুশির সীমা ছিল না। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে ট্রেনের অপেক্ষায় থাকা লোকজন খুশিতে নাচতে থাকে। এর মধ্যে একটি ছেলে এই ঘটনার ভিডিও করে শেয়ার করেছে, যাতে অনেককে খুশিতে নাচতে দেখা যাচ্ছে।
Our train got late by 9 hours. This is how people reacted when it arrived. pic.twitter.com/8jteVaA3iX
— Hardik Bonthu (@bonthu_hardik) November 27, 2022
হার্দিক নামের এক টুইটার ব্যবহারকারী ঘটনার ভিডিও শেয়ার করেছেন। একই সাথে ক্যাপশনে লিখেছেন, “আমাদের ট্রেন ৯ ঘন্টা লেট ছিল। যখন এটি প্ল্যাটফর্মে প্রবেশ করে তখন মানুষ এই ভাবেই তাকে স্বাগত জানিয়েছেন।”
মানুষ এই ভিডিওতে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন এটাই এই দেশের সৌন্দর্য। কেউ বলেছেন যে দেশের সমস্যা যাই হোক না কেন, শেষ পর্যন্ত এটি একটি মিমে পরিণত হয়ে যায়। আবার একজন ব্যবহারকারী লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছর পর আর কিছু না হোক আমরা অভিযোগ না করে, সেটাকে গিয়ে উদযাপন করতে শিখেছি।”