বাংলা হান্ট ডেস্ক: অফিস যাত্রীদের কাছে ট্রেনের পাশাপাশি মেট্রো (Metro) হচ্ছে অন্যতম একটি অঙ্গ। নিত্যদিন মেট্রো পরিষেবা আরো উন্নত করা হচ্ছে। বর্তমানে শুধু দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি নয়, বরং বিভিন্ন রুটে চালু হয়ে গিয়েছে মেট্রো। এতে করে নিত্যযাত্রীদের সময়ও বাঁচছে পাশাপাশি যাতায়াতেরও সুবিধা হচ্ছে। কিন্তু এরই মাঝে বিরাট অভিযোগ নিত্য যাত্রীদের। আর এই অভিযোগ উঠেছে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো নিয়ে। সম্প্রতি নতুন সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্তই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মেট্রো (Metro) নিয়ে অভিযোগ নিত্যযাত্রীদের:
সম্প্রতি মেট্রো (Metro) কর্তৃপক্ষ যাত্রীদের কথা ভেবেই দুই গুরু সিদ্ধান্ত নেন। এক, অধিকাংশ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে, দুই, এখন থেকে দিনভর ৭ মিনিট অন্তর মেট্রো চলবে। চলতি সপ্তাহের সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা যায়। আর তারপর থেকেই যাত্রীদের একাংশ এই নিয়ে অভিযোগ তুলেছেন। এমনকি এই সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে।
ঠিক কি অভিযোগ উঠছে এই নিয়ে? মূলত এই অভিযোগ উঠছে দমদম থেকে নিয়মিত যাতায়াত করেন এমন যাত্রীরা। তাদের অভিযোগ, সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে আগের তুলনায় মেট্রোর (Metro) সংখ্যা কমেছে। আর এই কারণে আগের তুলনায় ভিড়ও বেশি হচ্ছে। সূত্র মারফত জানা যায়, সোমবারের আগে পর্যন্ত কবি সুভাষগামী কিছু ডাউন মেট্রো ছাড়ত দক্ষিণেশ্বর স্টেশন থেকে। আর বেশিরভাগ সব যেত দমদম থেকে। কিন্তু সোমবার থেকে বেশিরভাগ ডাউন মেট্রো ছাড়ছে দক্ষিণেশ্বর থেকে। যার ফলে অফিস টাইমে দমদম কিংবা তারপরের স্টেশন গুলি থেকে চূড়ান্ত মাত্রায় ভিড় দেখা গিয়েছে। থিকথিকে ভিড়ে পা দেওয়ারও জায়গা নেই এমনকি অবস্থা।
হাত জড়ো অনুরোধে প্ল্যাটফর্মের যাত্রীদের: সূত্র মারফত জানা যায়, বর্তমানে মেট্রোর (Metro) মধ্যে এমন অবস্থা তৈরী হয়েছে মেট্রোর ভিতরে থাকা যাত্রীদের কেউ কেউ হাতজোড় করে প্ল্যাটফর্মের যাত্রীদের বলেছেন, “প্লিজ, এই মেট্রোয় উঠবেন না! পরেরটায় আসুন।” একই কথা শোনা গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের প্ল্যাটফর্ম ঘোষণাতেও। অর্থাৎ বোঝাই যাচ্ছে নতুন সিদ্ধান্তের কারণে ঠিক কি মাত্রায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা।
আরও পড়ুনঃ জারি বিজ্ঞপ্তি! কেন্দ্রের পর এবার পশ্চিমবঙ্গেও ফিরছে পাশ-ফেল প্রথা? বড় আপডেট
যাত্রীদের অভিযোগ, মেট্রোর ব্যবধান ৭ মিনিট করার ফলে মেট্রোর সংখ্যা কমে গিয়েছে। মেট্রো সূত্রে জানা যায়, আগে প্রতিদিন ২৮৮টি মেট্রো চলত। কিন্তু, নতুন সময় নির্ধারণ করার ফলে রাতের শেষ মেট্রো মিলিয়ে দিনভর মোট ২৫০ টি মেট্রো চলছে। অর্থাৎ এক লাফে ৩৮ টি মেট্রো সংখ্যা কমেছে। আর ঠিক এই কারণেই এমন সমস্যার মুখে নিত্যযাত্রীরা। তাই ৭ মিনিটের ব্যবধান কমিয়ে, পুরনো ৬ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা দেওয়ার অনুরোধ জানাচ্ছেন সকলে।
যাত্রীদের একাংশ যেমন নতুন সিদ্ধান্তে অখুশি, উল্টোদিকে এই সিদ্ধান্তে খুশি হয়েছেন অনেকেই। বিশেষ করে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হওয়ায় সেখানকার যাত্রীদের যাতায়াতের বিশেষ সুবিধা হয়েছে বলে তারা জানাচ্ছেন। যদিও এমন অভিযোগ ওঠার পর মেট্রো কর্তৃপক্ষ জানান, শহরতলির যাত্রীদের কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর থেকে প্রায় সব মেট্রো (Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয় পরীক্ষামূলক ভাবেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এখন প্রশ্ন নতুন করে অভিযোগ ওঠার কারণে এই সিদ্ধান্তে বদল আসবে কিনা।